দুই দেশের রাজনৈতিক চাপানউতোরের কারণে দীর্ঘ দিন বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ। ফলে বিশ্বের ক্রিকেট প্রেমীরা দীর্ঘ দিন ধরেই বঞ্চিত এই ম্যাচের উত্তেজনায় ঠিকঠাক মতো গা সেঁকতে।
দুই দেশের ধুন্ধুমার এই লড়াই দেখার সুযোগ আসে আইসিসি-এর টুর্নামেন্টগুলিতেই। কখনও কখনও এশিয়া কাপেও এই ম্যাচ খেলে দুই দেশ। যেমনটা এই বারের এশিয়া কাপে খেলবে ভারত এবং পাকিস্তান।
কিন্তু এবারের এশিয়া কাপে যে দিনে এই খেলা দেওয়া হয়েছে এবং যে ভাবে সূচি তৈরি করে ভারত-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
যে দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলা দেওয়া হয়েছে, তার ঠিক আগের দিনই আরও একটা ম্যাচ খেলতে হবে ভারতকে। কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বেশ কয়েকটা দিন বিশ্রাম পাচ্ছে পাকিস্তান। বিসিসিআই-এর মন্তব্য, 'পাকিস্তান আমাদের বিরুদ্ধে নামার আগে দু'দিন বিশ্রাম পাবে। সেখানে ভারতীয় ক্রিকেটারেরা বিশ্রামই পাচ্ছে না।'
এশিয়া কাপের সূচি দেখে বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে, 'সূচি তৈরি করার সময়ে সাধারণ বুদ্ধিকে কাজে লাগান হয়নি। এক দিনও বিশ্রাম না নিয়ে কী ভাবে ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেবে ভারতীয় ক্রিকেটারেরা। এটা কী ভাবে সম্ভব!'
এশিয়া কাপের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। ১৬ তারিখ প্রথম ম্যাচ পাকিস্তানের। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ তারিখ। আর এর ঠিক পরের দিনই দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই সূচিকে ঘিরেই তৈরি হয়েছে জটিলতা।
গতকালই বীরেন্দ্র শেহবাগ এই সূচি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, শেষ পর্যন্ত যদি এই সূচিই বহাল থাকে, তাহলে এশিয়া কাপে অংশ নেওয়া ঠিক হবে না ভারতের। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই।