For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগে একটি শহরে আইপিএল হলে কোন শহর লড়াইয়ে এগিয়ে জেনে নিন

করোনা উদ্বেগে একটি শহরে আইপিএল হলে কোন শহর লড়াইয়ে এগিয়ে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগে বন্ধ ক্রিকেট। ফুটবল মাঠে বল গড়ালেও ক্রিকেটে এখনও খেলা শুরু হয়নি। ভাইরাস থাবায় ভারতে অনির্দিষ্টকালের জন্যে আইপিএল স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হলে তখন ভারতের মাটিতে আইপিএল হতে পারে।

ঝুঁকি কমাতে একটি শহরে হতে পারে আইপিএল

ঝুঁকি কমাতে একটি শহরে হতে পারে আইপিএল

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জমায়েত নিষিদ্ধ। সেক্ষেত্রে লিগ হলে ফাঁকা মাঠেই হতে পার। গ্যালারি শূন্য পরিবেশের পাশাপাশি একটি শহরে লিগ করতে পারে বিসিসিআই। এতে এক শহর থেকে অন্য শহরে খেলতে যাওয়া বন্ধের মাধ্যমে করোনা ঝুঁকি এড়িয়ে চলা যাবে।

কোন শহর এগিয়ে

কোন শহর এগিয়ে

বোর্ডের অন্দরমহল সূত্রে খবর, সেক্ষেত্রে করোনা সংকটের মাঝে একটি শহরে আইপিএল করতে হলে মুম্বই এগিয়ে থাকবে। মুম্বইয়ে ইতিমধ্যে তিনটি স্টেডিয়ামে আইপিএল ম্যাচ খেলা হয়েছে।

একই শহরের তিন স্টেডিয়ামে ম্যাচ হওয়ার নমুনা

একই শহরের তিন স্টেডিয়ামে ম্যাচ হওয়ার নমুনা

মুম্বই শহরের তিন স্টেডিয়ামে এর আগে আইপিএলের ম্যাচ হয়েছে। মুম্বইয়ে শহরের ওয়াংখেড়ে, নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম ও ব্রাবোর্ন স্টেডিয়াম অতীতে আইপিএল ম্যাচ হয়েছে। সেই সঙ্গে নবি মুম্বইয়ের গানসোলিতে রিলায়্যান্স গ্রাউন্ড রয়েছে। এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্স প্রস্তুতি শিবির করে।

আইপিএল না হলে বোর্ডের কত ক্ষতি

আইপিএল না হলে বোর্ডের কত ক্ষতি

করোনা ধাক্কায় আইপিএল শেষ পর্যন্ত না হলে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুমানিক ৪০০ কোটি টাকার ক্ষতি হতে চলেছে। বড় ধাক্কা থেকে বাঁচতে বোর্ডের পক্ষ থেকে এবছরই আইপিএল আয়োজনের জন্য সবরকম চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরেই আইপিএল কাউন্সিলের বৈঠক! স্পনসর ইস্যুতেও কথা!টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরেই আইপিএল কাউন্সিলের বৈঠক! স্পনসর ইস্যুতেও কথা!

English summary
BCCI may consider idea of Mumbai only IPL in 2020 due to Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X