For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিভো আইপিএল থেকে সরে যাওয়ায় বিসিসিআইয়ের কত ক্ষতি

ভিভো আইপিএল থেকে সরে যাওয়ায় বিসিসিআইয়ের কত ক্ষতি

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক চাপে আইপিএলের টাইটেল স্পনসরারের দায়িত্ব ছেড়ে দিয়েছে ভিভো। সেই শূন্যস্থান পূরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের কাছে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি আটকানো সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক সেই ক্ষতির পরিমাণ।

ভিভো না থাকায় কত ক্ষতি

ভিভো না থাকায় কত ক্ষতি

ভিভো না থাকায় নতুন স্পনসরার এলেও চলতি বছরের আইপিএলে আর্থিক ক্ষতি আটকানো সম্ভব নয় বিসিসিআইয়ের পক্ষে। ক্ষতির আনুমানিক পরিমাণ একশো থেকে দেড়শো কোটি টাকা ধরা হয়েছে। যা বর্তমান সময়ের নিরিখে অনেকটাই বেশি বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভিভোর সঙ্গে কী চুক্তি

ভিভোর সঙ্গে কী চুক্তি

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের চুক্তিতে বিসিসিআই-কে প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। কিন্তু চলতি বছর ভিভো না থাকায়, এত টাকা বিসিসিআই পাবে না বলেই মনে করা হচ্ছে।

সরেছে ভিভো

সরেছে ভিভো

চিনের সঙ্গে সীমান্ত সমস্যা চওড়া হওয়া সত্ত্বেও চলতি আইপিএলে ভিভোকেই টাইটল স্পনসরার রাখার সিদ্ধান্ত কার্যত নিয়েই ফেলেছিল বিসিসিআই। এতে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ঘরে-বাইরে চাপও বাড়ে। শেষমেশ বিসিসিআই কিছু না জানালেও ভিভো চলতি মরশুমের আইপিএল থেকে নিজেদের সরিয়েই নেয়।

আইপিএলের সূচি

আইপিএলের সূচি

করোনা ভাইরাসের আবহে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা মেনেই ইভেন্ট পরিচালনা করা হবে বলে আশ্বাস বিসিসিআইয়ের।

আমিরশাহীতে দলের জন্য বিলাশবহুল রিসর্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স : রিপোর্টআমিরশাহীতে দলের জন্য বিলাশবহুল রিসর্ট ভাড়া করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স : রিপোর্ট

English summary
BCCI may loss above 100 crores due to VIVO exit from IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X