For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের পাল্টা, শ্রীসন্থের আনন্দে ফের অশান্তির কালো মেঘ

আর বেশিদিন খুশিতে থাকা হল না শ্রীসন্থের। কেরল হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে বিসিসিআই

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শেষ শ্রীসন্থের খুশির মেয়াদ। দিন দুয়েক আগেই কেরল হাইকোর্ট বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল শ্রীসন্থের ওপর থেকে আজীবন নির্বাসন তুলে নেওয়ার জন্য। কেরল হাইকোর্টের রায়ে বলা হয়েছে শ্রীসন্থের বিরুদ্ধে যে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে তার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

শ্রীসন্থের আনন্দে ফের অশান্তির কালো মেঘ

কেরল হাইকোর্টের রায়ের এই পয়েন্টেই ভিন্নমত ভারতীয় বোর্ড বা বিসিসিআই। বিসিসিআই সূত্রের খবর কেরল হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে বোর্ড। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে মুখ খোলা হয়নি।

বিসিসিআইয়ের পাল্টা

সোমবার কেরল হাইকোর্টের রায়ে-র পরই ফের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছিলেন শ্রীসন্থ। প্রথমে কেরলে-র হয়ে এবং পরে জাতীয় দলের হয়ে খেলার ভাবনায় আনন্দের সাগরে ভাসছিলেন এই পেসার। ২০১৩ -তে রাজস্থান রয়ালসের আরও দুই ক্রিকেটার সহ শ্রীসন্থকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসন দিয়েছিল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, 'আমরা এই রায়ের সঙ্গে একমত নই। এক সপ্তাহের মধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে। কেরল হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবে। বোর্ড সমস্ত দুর্নীতি, ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে সহনশীলতা দেখাবে না।'

সব মিলিয়ে ফের শ্রীসন্থের ক্রিকেট ভবিষ্যত ফের একবার সেই প্রশ্নের সামনেই ঝুলে রইল।

English summary
BCCI to move agianst Kerala High Court's order to lift ban on Sreesanth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X