For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের মুকুটে জুড়়তে পারে নতুন পালক, হিটম্যানের নাম প্রস্তাব সৌরভের

করোনা লকডাউন উঠলে রোহিতের মুকুটে জুড়়তে পারে নতুন পালক, হিটম্যানের নাম প্রস্তাব বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউন উঠলে ভারতের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মার মুকুটে জুড়তে পারে নতুন পালক। করোনা নিয়ে দেশে এখন সর্বত্র উদ্বেগজনক পরিস্থিতি। ক্রিকেট পুরোপুরি বন্ধ। এর মাঝেই ক্রিকেট থেকে খেলরত্ন সম্মানের জন্য হিটম্যান রোহিত শর্মার নাম পাঠাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই।

অর্জুনের জন্য কোনও তিন নাম

অর্জুনের জন্য কোনও তিন নাম

খেলরত্নের জন্য রোহিতের নাম পাঠানোর পাশাপাশি ভারতের আরও তিন ক্রিকেটার ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও মহিলা ক্রিকেটার দীপ্তির শর্মার নাম অর্জুন পুরস্কারের জন্য বিসিসিআই, ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব করেছে।

রোহিতের নাম প্রস্তাব নিয়ে সৌরভ যা বলেছেন

রোহিতের নাম প্রস্তাব নিয়ে সৌরভ যা বলেছেন

রোহিত শর্মার নাম খেলরত্নের জন্য প্রস্তাবিত করা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, 'বাইশ গজে ব্যাটিং ও লিডারশিপ স্কিলে রোহিত দারুণ সাফল্য এনে দিয়েছে। সেক্ষেত্রে এবছর ক্রিকেট থেকে খেলরত্ন পাওয়ার জন্য রোহিত সবচেয়ে উপযুক্ত ক্রিকেটার। '

সৌরভ আরও যা বললেন

সৌরভ আরও যা বললেন

সেই সঙ্গে ভারতীয় টেস্ট দলের অন্যতম সিরিয়র ক্রিকেটার ইশান্ত শর্মা, ওপেনার শিখর ধাওয়ান ও মেয়েদের ক্রিকেটে দীপ্তি শর্মা অর্জুনের জন্যে যোগ্য নাম বলে সৌরভ জানিয়েছেন।

২০১৯ সালে রোহিতের পারফর্ম্যান্স

২০১৯ সালে রোহিতের পারফর্ম্যান্স

উল্লেখ্য রোহিতের কেরিয়ারে ২০১৯ সালটা দারুণ গিয়েছে। গত বছরে বাইশ গজে ওপেনার হিসেবে ওডিআই ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ১০টি সেঞ্চুরি হাঁকান রোহিত। বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে এক বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন হিটম্যান।

English summary
BCCI nominates Rohit Sharma for Khel Ratna, Shikhar-Ishant,Deepti for Arjuna award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X