For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজা' বিরাটের জন্য কী বার্তা বিসিসিআইয়ে সিংহাসনে বসতে চলা 'মহারাজ' সৌরভের

'রাজা' বিরাটকে বার্তা দিলেন বিসিসিআইয়ে সিংহাসনে বসতে চলা 'মহারাজ' সৌরভ।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ভারত। টেস্টে ব়্যাঙ্কিংয়ে কোহলির ভারতীয় দল এখন এক নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০ পয়েন্ট নিয়ে মগডালে বসে রয়েছে ভারতীয় দল। এই ভারতীয় দলই আবার শেষ ছয় বছরে কোনও বড় ট্রফি জেতেনি। সেই নিয়ে এবার 'রাজা' বিরাটকে বার্তা দিলেন বিসিসিআইয়ের সিংহাসনে বসতে চলা 'মহারাজ' সৌরভ।

রাজা বিরাটের জন্য কী বার্তা বিসিসিআইয়ে সিংহাসনে বসতে চলা মহারাজ সৌরভের

২০১১ সালে ঘরের মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে 'মেন ইন ব্লু'। বড় মঞ্চে ভারতের শেষ দুটি ট্রফিই এসেছিল ধোনির অধিনায়কত্বে। এরপর এখনও পর্যন্ত বড় মঞ্চে সাফল্য নেই ভারতের।

২০১৫ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারতীয় দল। এরপর ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে হার মেন ইন ব্লু'র। ২০১৭ সালে এরপর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার। ২০১৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত।

এই নিয়েই এবার বিরাটকে মূল্যবান পরামর্শ সৌরভের। বোর্ডের নতুন প্রেসিডেন্ট হতে চলা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'ভারত শেষ কয়েক বছরে কোনও বড়় টুর্নামেন্ট জেতেনি। সেকারণেই কোহলির এখন বড় টুর্নামেন্টে কীভাবে বাজিমাত করতে হবে,সেটা মাখায় রাখা উচিত।'

সঙ্গে সৌরভ বলেছেন, 'কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলে প্রতিভার কোনও অভাব নেই। তবে কেন বড় মঞ্চে বারবার সেমি কিংবা ফাইনালে গিয়ে দল ফেল করছে, সেটা বিরাটকে শুধরাতে হবে।'

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার মাটিতে সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালের সেই বিশ্বকাপে কোহলির হাতে ট্রফি দেখতে চান বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
BCCI president-elect Sourav Ganguly messege for indian captain virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X