For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতি সৌরভের রোজগার কত জানেন কি? কী জানালেন মহারাজ?

বিসিসিআই সভাপতি সৌরভের রোজগার কত জানেন কি? কী জানালেন মহারাজ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান, অধিনায়ক হিসেবে সফল ভাবে ইনিংস শেষ করার পর ক্রিকেট প্রশাসক হিসেবেও নিজেকে বিকশিত করেছেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হয়েও একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছেন মহারাজ। আইসিসি-র চেয়ারম্যান পদের নির্বাচনী লড়াইয়েও নিজেকে ভাসিয়ে রেখেছেন প্রিন্স অফ কলকাতা। এহেন ব্যক্তিত্ব এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে কত টাকা রোজগার করেছেন, তার একটা ধারণা জেনে নেওয়া যাক।

বিসিসিআই সভাপতি সৌরভের রোজগার

বিসিসিআই সভাপতি সৌরভের রোজগার

১৯৯২-এর পরেও ১৯৯৬ সালে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের ক্রিকেটার, অধিনায়ক, আইপিএল খেলার পাশাপাশি ক্রিকেট প্রশাসক হিসেবে মোট ২৪ বছর কাটিয়ে দিয়েছেন মহারাজ। এই দীর্ঘ বছরে বিসিসিআই সভাপতি আনুমানিক ৪১৬ কোটি টাকা রোজগার করেছেন বলে একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে। সৌরভ নিজেই নাকি এই হিসেব ওই ওয়েবসাইটকে দিয়েছেন বলে জানানো হয়েছে।

আনুসাঙ্গিক রোজগার

আনুসাঙ্গিক রোজগার

ওই ওয়েবসাইটে জানানো হয়েছে যে প্রতি বছর এনডোর্সমেন্ট কমিটমেন্ট বাবদ পিউমা-র কাছ থেকে আনুমানিক ১.৩৫ কোটি টাকা রোজগার করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডিটিডিসি এক্সপ্রেস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার খাতিরে প্রতি বছর এক কোটিরও বেশি রোজগার বিসিসিআই সভাপতির। এছাড়াও জেএসডব্লুউ সিমেন্ট, অজন্তা স্যু, মাই এলেভেন সার্কেলের মতো বেশ কিছু সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায় কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায় কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরান রয়েছে তাঁর। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। টেস্ট এবং ওয়ান ডে-তে যথাক্রমে ৩২ এবং ১০০টি উইকেটও রয়েছে দাদার ঝুলিতে।

অধিনায়ক সৌরভ

অধিনায়ক সৌরভ

২০০০ সালে ম্যাচ ফিক্সিং কাণ্ডে যখন জর্জরিত ভারতীয় ক্রিকেট, তখন টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল অনভিজ্ঞ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এরপরেই ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। টিম ইন্ডিয়াকে ১৪৬টি ওয়ান ডে-তে নেতৃত্ব দিয়েছেন মহারাজ। ৭৬টি ম্যাচ জিতেছে ভারত। ৬৫টি ম্যাচে হার হজম করতে হয়েছে। অন্যদিকে সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টি ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্যে ১১টি জয় এসেছে বিদেশের মাটিতে। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল। সেই অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে টেস্ট সিরিজ ড্র করিয়েছিল সৌরভ ব্রিগেড।

(এই তথ্যের সত্যতা যাচাই করে দেখেনি মাইখেল বাংলা)

English summary
BCCI president Souarv Ganguly discloses his exact salary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X