For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পনসর সংঘাতের ফাঁদে সৌরভ! 'বাপি বাড়ি যা' শটে অভিযোগ মাঠের বাইরে ফেললেন মহারাজ

বোর্ডের মসনদে বসে প্রতি ওভারেই আক্রমণাত্মক খেলে প্রশাসক হিসেবে দারুণ ব্যাটিং করে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন থেকে অতিথি লিস্টে চমক !

  • |
Google Oneindia Bengali News

বোর্ডের মসনদে বসে প্রতি ওভারেই আক্রমণাত্মক খেলে প্রশাসক হিসেবে দারুণ ব্যাটিং করে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন থেকে অতিথি লিস্টে চমক !পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং মহারাজের। এর মাঝেই এবার প্রশাসক হিসেবে নতুন ইনিংসের শুরুতেই নতুন করে অন্য এক সংঘাতের ইস্যুতে জড়ালেন। তাতে ব্যাটিংয়ে গতি স্লথ হয়নি। সব অভিযোগ একেবারে 'বাপি বাড়ি যা' শটে মাঠের বাইরে ফেললেন প্রিন্স অফ ক্যালকাটা।

স্পনসর সংঘাতের ফাঁদে সৌরভ

স্পনসর সংঘাতের ফাঁদে সৌরভ

সৌরভের বিরুদ্ধে অভিযোগ কী? সম্প্রতি ভারত বনাম বাংলাদেশের হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজের মাঝে টুইটারে এক ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা-কে (মাই ইলেভেন সারকেল) প্রোমোট করেছেন সৌরভ। টুইটে সৌরভ লিখেছিলেন তৃতীয় ম্যাচে বাংলাদেশ কি প্রত্যাঘাত দেবে? মাই ইলেভেনে দল বানান আর অর্থ জিতুন।

অভিযোগ কী?

প্রসঙ্গত বোর্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল টুর্নামেন্টের পার্টনার ড্রিম ইলেভেন। সেক্ষেত্রে প্রেডিসেন্ট হিসেবে প্রতিপক্ষ সংস্থার প্রচার করায় সৌরভের বিরুদ্ধে স্পনসর সংঘাতের সীমারেখা লঙ্ঘনের প্রশ্ন উঠছে।

কী উত্তর মহারাজের

কী উত্তর মহারাজের

বোর্ড সভাপতি সৌরভ অবশ্য 'বাপি বাড়ি যা' শটে অভিযোগ মাঠের বাইরে ফেললেন। সৌরভ জানিয়ে দেন, 'আমি এতে কোনওভাবেই কোনও সংঘাত দেখছি না। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তো আর ড্রিম ইলেভেনের প্রচার করিনি। সেক্ষেত্রে বোর্ডের স্পনসরের হয়ে কীভাবে এক বোর্ড কর্তা প্রচার করল, এই প্রশ্নে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারত। এই যুক্তিতেই আমি ঐ টুইটে কোনও সংঘাত দেখছি না।'

English summary
BCCI president Sourav Ganguly clarifies no conflict for endorsing IPL sponsor’s rival company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X