For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় ফাস্ট বোলারদের কোন গুন সবচেয়ে বেশি পছন্দ বিসিসিআই সভাপতি সৌরভের

ভারতীয় ফাস্ট বোলারদের কোন গুন সবচেয়ে বেশি পছন্দ বিসিসিআই সভাপতি সৌরভের

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের পেস আক্রমণ এই মুহূর্তে যে বিশ্বসেরা, তা মেনে নিয়েছেন রথি-মহারথিরা। সেই তালিকায় যুক্ত হল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। দেশের ফাস্ট বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহারাজ। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি সম্পর্কে ঠিক কী বলেছেন সৌরভ, তা জেনে নেওয়া যাক।

পরিস্থিতি পরিবর্তন হয়েছে

পরিস্থিতি পরিবর্তন হয়েছে

টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্বীকার করেছেন, দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগের মূল শক্তি ছিল স্পিন। বিষেণ সিং বেদী, চন্দ্রশেখর, এরাপল্লী প্রসন্ন, অনিল কুম্বলে, হরভজন সিং-দের ভিড়ে কপিল দেব, জাভাগাল শ্রীনাথ, জাহির খানরা উঠেছেন খুব কম সংখ্যায়। সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ।

ফিটনেসই মূল শক্তি

ফিটনেসই মূল শক্তি

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা সম্বৃদ্ধ পেস বিভাগই যে এখন ভারতীয় ক্রিকেট দলের প্রধান শক্তি, তা মেনে নিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের ফাস্ট বোলারদের মূল শক্তি তাদের ফিটনেসে লুকিয়ে রয়েছে বলে মনে করেন মহারাজ। আর এখানেই বুমরাহ, শামিরা প্রাক্তনদের থেকে আলাদা বলে দাবি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের।

ভারতও শক্তিধর

ভারতও শক্তিধর

সাধারণত ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় ফাস্ট বোলার তৈরির কারখানা। জোল গার্নার, ম্যালকম মার্শাল থেকে কোর্টনি ওয়ালশ, কার্টলে আমব্রোস কিংবদন্তি পেসাররা বিভিন্ন সময়ে বিশ্ব ক্রিকেটকে আলোকিত করেছে। অনেক দিনের প্রচেষ্টার পর ভারতীয় ক্রিকেটেও বর্তমানে পেস যুগের সূচনা হয়েছে বলে মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী বলেছিলেন শামি

কী বলেছিলেন শামি

তিনি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা সম্বৃদ্ধ পেস বিভাগকে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা বলে দাবি করেছেন মহম্মদ শামি। তাঁর কথায়, একই সঙ্গে বিশ্ব ক্রিকেটকে শাসন করছেন ভারতের চার থেকে পাঁচ জন ফাস্ট বোলার, এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি।

কেন প্রথম বল খেলতে চাইতেন না সচিন, লিটল মাস্টারের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভকেন প্রথম বল খেলতে চাইতেন না সচিন, লিটল মাস্টারের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভ

English summary
BCCI president Sourav Ganguly creditsm Team India's fast bowling rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X