For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় নির্বাচক প্রধান হিসেবে কে নিযুক্ত হতে পারেন, ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

জাতীয় নির্বাচক প্রধান হিসেবে কে নিযুক্ত হতে পারেন, ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

জাতীয় দলের পরিবর্তী নির্বাচক প্রধান কে? ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বোর্ডের নির্বাচক প্যানেলের দুই পদ বেছে নেওয়ার জন্য তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মদন লাল, আর পি সিং ও সুলক্ষণা নায়েককে নিয়োগ করা হয়েছে। শুক্রবার বৈঠকের পর বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনটা জানানো হয়। এরপর জাতীয় নির্বাচক কমিটির সুই পদের জন্য সাক্ষাৎকারের মাধ্যমে এই তিন সদস্য প্রার্থী বাছাই করবে। সেক্ষেত্রে বোর্ডের পরবর্তী নির্বাচক প্রধান কে হতে পারেন, সেই নিয়ে ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জাতীয় নির্বাচক প্রধান হিসেবে কে নিযুক্ত হতে পারেন, ইঙ্গিত দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সর্বভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, 'পাঁচ সদস্য নির্বাচন কমিটির মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলিয়ে প্রাক্তন ক্রিকেটারই পরবর্তী নির্বাচক প্রধান হতে চলেছেন।' উল্লেখ্য নির্বাচন প্যানেলের দুই পদের জন্য অজিত আগারকর, লক্ষ্মণ শিবরামকৃষ্ণ, ভেঙ্কটেশ প্রসাদ, রাজেশ চৌহান, নয়ন মোঙ্গিয়া, চেতন চৌহান, নিখিল চোপড়ারা আবেদন করেছেন।

সেক্ষেত্রে লক্ষ্মণ শিবরামকৃষ্ণ দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন। অন্যদিকে ভেঙ্কটেশ প্রসাদ ৩৩টি ও অজিত আগারকর ২৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। প্রসাদ আবার দেশের ভারতের জুনিয়র ক্রিকেটে নির্বাচক হিসেবে দেড় বছরের বেশি সময় কাজ করেছেন।

শেষ পর্যন্ত অবশ্য বোর্ডের সংবিধান মেনে তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি পরবর্তী নির্বাচক প্রধান বেছে নেবেন। উল্লেখ্য নির্বাচক প্যানেলে এমএসকে প্রসাদ ও গগন খোদার পরিবর্তে দুইজনকে বেছে নেওয়া হবে।

English summary
BCCI president Sourav Ganguly hint about India's next chief selector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X