For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যিই কি আইপিএল নিয়ে আর আশা দেখছেন, ভারতে এবছর আর কি ম্যাচ হতে পারে, যা বলেলেন সৌরভ

সত্যিই কি আইপিএল নিয়ে আর আশা দেখছেন, ভারতে এবছর আর কি ম্যাচ হতে পারে, যা বলেলেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারীতে স্বব্ধ দুনিয়া। প্রাণঘাতী ভাইরাসের কারণে দুনিয়া জুড়ে এখন লকডাউন। আর এই লকডাউনে বন্ধ ক্রিকেট। বিশ্বজুড়ে মার্চের শুরু থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ক্রিকেট বন্ধ রয়েছে।

ভারতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল

ভারতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইপিএল

ভারতে আইপিএল এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এবছর আদৌও আর ভারতে ক্রিকেট সম্ভব? ভারতের আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় বাইশ গজে বল গড়ানো নিয়ে নানা প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। একনজরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায় যা বললেন দেখে নেওয়া যাক।

সৌরভের মতামত

সৌরভের মতামত

বিসিসিআই সভাপতি জানিয়েছেন, করোনার কারণে এবছর ভারতে আর ক্রিকেট হওয়ার কোনও আশা দেখছেন না।

জার্মানিতে কবে থেকে মাঠে বল গড়াতে চলেছে

জার্মানিতে কবে থেকে মাঠে বল গড়াতে চলেছে

করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর জার্মানিতে আগামী মে মাস থেকে খেলা শুরু হতে চলেছে। মাঠে বল গড়ালেও গ্যালারিতে দর্শকরা থাকছেন না। করোনার কারণে ফুটবল ক্লাবগুলি বিপুল ক্ষতির সামনে দাঁড়িয়ে রয়েছে। লোকসানের পরিমাণ কমাতেই তাই খেলা শুরু করতে হচ্ছে। ফাঁকা মাঠেই জার্মানির বুন্দেশলিগা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

জার্মানি আর ভারতের ছবিটা আলাদা বললেন সৌরভ

জার্মানি আর ভারতের ছবিটা আলাদা বললেন সৌরভ

জার্মানি মে মাসে খেলা শুরুর প্রস্তাব থাকলেও ভারতের পরিস্থিতি একেবারে আলাদা মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সৌরভ জানিয়েছেন, দুই দেশের সামাজিক পরিস্থিতি দুইরকম। করোনার ধাক্কা কাটিয়ে এবছর ভারতের ম্যাচ খেলার আশা নেই।

ক্রিকেটাদের জীবন নিয়ে ঝুঁকি নয়, মত সৌরভের

ক্রিকেটাদের জীবন নিয়ে ঝুঁকি নয়, মত সৌরভের

ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ করা নিয়ে সৌরভ বলছেন, 'সেখানেও প্রাণঘাতী ভাইরাসের সামনে ক্রিকেটারদের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হয়ে যাবে। ক্রিকেটারদের জীবন নিয়ে এভাবে ঝুঁকি নেওয়ার কোনও মানেই হয় না। ক্রিকেটাররাও কিন্তু দিনের শেষে সাধারণ মানুষ।'

করোনার কারণে ভারতের অজি সফরে অভিনব প্রস্তাব! এখনই সিদ্ধান্তে না সৌরভের বোর্ডেরকরোনার কারণে ভারতের অজি সফরে অভিনব প্রস্তাব! এখনই সিদ্ধান্তে না সৌরভের বোর্ডের

English summary
BCCI President Sourav Ganguly Not In Favour Of Cricket In Near Future after Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X