For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থ না রাহুল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে দস্তানা দেখা যেতে পারে? কী বললেন সৌরভ

পন্থ না রাহুল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে দস্তানা দেখা যেতে পারে? কী বললেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে প্রতিটি টি-২০ ম্যাচই এখন বিরাটদের কাছে পরীক্ষা-নিরীক্ষার। আর সেই পরীক্ষাতেই পন্থের পরিবর্তে এখন ধারাবাহিকভাবে কিপিং দায়িত্বে লোকেশ রাহুল। কোহলি নিজে রাহুলের কিপিংয়ে খুশি। সেই সঙ্গে রাহুল খেললে দ্বিতীয় ভূমিকায়, কিপিংয়ের পাশাপাশি দলে বাড়়তি ব্যাটসম্যান হিসেবে ওপেনিং থেকে মিডল অর্ডারে খেল ব্যাটিংয়ে অবদান রাখতে পারবেন, বলেছেন বিরাট। পন্থ-রাহুলের এই কিপিং ডুয়েল নিয়ে এবার মুখ খুললেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

পন্থ না রাহুল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে দস্তানা উঠতে চলেছে? কী বললেন সৌরভ

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ জানিয়েছেন, 'সিদ্ধান্তটা পুরোপুরি বিরাট কোহলির। অধিনায়ক ও ম্যানেজমেন্ট যেটা মনে করবে, সেটাই করবে। ওডিআই ও টি-টোয়েন্টিতে এই মুহূর্তে লোকেশ রাহুল দারুণ ছন্দে রয়েছেন। টেস্টে কেরিয়ার দারুণ ছন্দে শুরু করলেও পরে ধারাবাহিকতা দেখাতে পারেনি। কিন্তু সীমিত ওভারে রাহুল এখন অনেক পরিণত ক্রিকেটার, ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছে। বিশ্বকাপে পন্থ না রাহুল সেটা কোহলি-শাস্ত্রী ও নির্বাচকরাই সিদ্ধান্ত নেবেন। ওরা যেটা বিবেচনা করবে সেটাই হতে চলেছে।'

উল্লেখ্য এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টিতে কিপার হিসেবে রাহুলই বিরাটের প্রথম পছন্দ। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থের দলে সুযোগ পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম ওডিআইয়ে ৭১ রান বাদ দিলে পন্থের ব্য়াটে বড় রান নেই। সেখানেই রাহুল এখন সীমিত ওভারে ধারাবাহিকভাবে হাফ সেঞ্চুরি হাঁকাচ্ছেন।

English summary
BCCI president Sourav Ganguly opens up on KL Rahul-Rishabh Pant wicket-keeping debate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X