For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের পুত্র তথা বোর্ড সচিব জয়ের প্রসঙ্গে কী বললেন প্রেসিডেন্ট সৌরভ

বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। দলপতি সৌরভের সঙ্গে তাঁর টিমে অন্যতম প্রধান সদস্য জয় সাহা। অমিত পুত্র সেই জয়কে নিয়েই এবার বড় মন্তব্য করলেন সৌরভ।

  • |
Google Oneindia Bengali News

বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। দলপতি সৌরভের সঙ্গে তাঁর টিমে অন্যতম প্রধান সদস্য জয় সাহা। অমিত পুত্র সেই জয়কে নিয়েই এবার বড় মন্তব্য করলেন সৌরভ। সর্বভারতীয় সংবাদমাধ্য়মের এক অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন সৌরভ। সেখানেই তাঁকে তাঁর দলের অন্যতম প্রধান সদস্য তথা বোর্ডের সচিব জয় সাহাকে নিয়োগ নিয়ে প্রশ্ন করা হয়।

সৌরভের মন্তব্য

সৌরভের মন্তব্য

যার জবাবে সৌরভ বলেন, 'ক্ষমতাশালী ব্যক্তির সন্তানের ক্রিকেট প্রশাসকের পেশা বেছে নেওয়ার মধ্য়ে তো কোনও ভুল নেই।' সঙ্গে সৌরভ জুড়েছেন ক্ষমতাশালী ব্য়ক্তির ছেলেদের নিজের পছন্দমতো পেশা বেছে নেওয়া উচিত। সেলিব্রিটিদের সন্তানরা তাঁদের পছন্দমতো পেশা বেছে কেরিয়ার গড়তে পারে, সেই ভাবনা কেন আমরা মেনে নিতে পারিনা!

তুলনায় সচিন পুত্র

তুলনায় সচিন পুত্র

এই প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে সৌরভ সঙ্গে জুড়েছেন, 'সচিন পুত্র অর্জুনকেই দেখুন। সচিন কিংবদন্তি ব্য়াটসম্যান। ছেলে বোলার হয়েছে। পছন্দের কেরিয়ার বেছে নিয়েছে।'এখানেই না থেমে সৌরভ তাঁর বক্ত্যবে আরও জানিয়েছেন, 'ভারতে সেলিব্রিটি কিডদের নিয়ে বড় বাড়াবাড়়ি হয়। সচিনকে দেখুন। অর্জুনের খেলা নিয়ে সচিন তাই বারবার বলেন ওকে ওর কেরিয়ার বেছে নিতে দিন। তেন্ডুলকর পদবী ভুলে ওকে অর্জুন হিসেবে দেখুন। অথচ দুজন আলাদা ব্যক্তি। সেক্ষেত্রে পূর্বসূরির চাপ পরের প্রজন্ম কেন নেবে। পরের প্রজন্মের জন্য কেরিয়ার বাছাইয়ের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত।'

জয় শাহকে নিয়ে কী বললেন সৌরভ

জয় শাহকে নিয়ে কী বললেন সৌরভ

জয়ের ক্ষেত্রেও একই কথা বলব। অমিত শাহের ছেলে হিসেবে ওকে দেখা বন্ধ হলেই সব আলোচনা থেমে যাবে। রাজ্যস্তরে প্রশাসক হিসেবে ও দারুণ সফল ছিল।

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে ও দারুণ কাজ করেছে। শুধু তাই নয় ও নির্বাচনে জিতে এসেছে। প্রশাসক হিসেবে শেষ ৬-৭ বছরে ও দারুণ কাজ করেছে। সেক্ষেত্রে রাজনীতিবিদের ছেলেকে আমরা প্রশাসক হিসেবে সফল দেখছি। রাজনীতিবিদের ছেলেকে রাজনীতিই করতে হবে এমন তো কোথাও লেখা নেই।'

সৌরভ আরও জোড়েন, 'ওর সঙ্গে এক মাসের উপর কাজ করছি। ভারতীয় ক্রিকেটের উন্নতি নিয়ে ওর দারুণ পরিকল্পনা রয়েছে। ওকে দেখে ভবিষ্যতে অনেকেই এবার ক্রিকেট প্রশাসনে এগিয়ে আসবে।'

English summary
BCCI president Sourav Ganguly opens up working relations with BCCI secretary Jay Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X