For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কি স্বার্থের সংঘাতে জড়ালেন সৌরভ? কী জবাব মহারাজের

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কি স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়লেন বিসিসিআই সভাপতি সৌরভ!

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই সভাপতির আসনে বসেও কি স্বার্থের সংঘাতে জড়াতে চলেছেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ নিজে না মানলেও বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল নির্মিত ভারতীয় বোর্ডের সংবিধান কিন্তু সেরকমই ইঙ্গিত করছে। একটি বিশেষ সংস্থার পোশাক গায়ে চাপিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিসিসিআই সভাপতি যে সমস্যায় পড়তে চলেছেন, সে ব্যাপারে কিন্তু কানাফুঁসো শোনা যাচ্ছে।

বিশেষ সংস্থার অ্যাম্বাসেডর!

বিশেষ সংস্থার অ্যাম্বাসেডর!

জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটলসের সহ-মালিক, জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ স্পোর্টসের শাখা সংস্থার টি-শার্ট গায়ে চাপিয়ে ফটো শ্যুট করেন মহারাজ। ব্যাট হাতে স্যাডোর ছবি এবং ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিসিসিআই সভাপতি। তা নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে। উল্লেখ্য গত মরশুমের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা ছিলেন মহারাজ।

স্বার্থের সংঘাত হচ্ছে কি!

স্বার্থের সংঘাত হচ্ছে কি!

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা প্যানেলের তৈরি করে দেওয়া বিসিসিআইয়ের সংবিধান নাড়াচাড়া করলে ইঙ্গিত পাওয়া যায় যে হয়তো স্বার্থের সংঘাতের মধ্যে পড়তে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হওয়া সত্ত্বেও আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ সিমেন্টের সঙ্গে যুক্ত হওয়া মানেই যে স্বার্থের সংঘাতে জড়াতে চলেছেন মহারাজ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

কী বলছেন সৌরভ

কী বলছেন সৌরভ

তিনি কীভাবে স্বার্থের সংঘাতে জড়াচ্ছেন, তা বুঝেই উঠতে পারছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, তিনি জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ স্পোর্টসের (আইপিএলের সঙ্গে সরাসরি যুক্ত) ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। জিন্দাল স্টিল ওয়ার্কস বা জেএসডব্লুউ সিমেন্ট দিল্লি ক্যাপিটালসের স্পনসর নয় বলেও দাবি মহারাজের। তাই তাঁর এই নতুন ভূমিকায় স্বার্থের সংঘাত রয়েছে বলে মনে করেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।

স্বা্র্থের সংঘাত বিরোধী সৌরভ

স্বা্র্থের সংঘাত বিরোধী সৌরভ

এর আগে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে থাকাকালীন স্বার্থের সংঘাতে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই তিনি এই ইস্যু নিয়ে সরব। বিসিসিআইয়ের সভাপতি পদে বসেও স্বার্থের সংঘাত সংক্রান্ত নিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন মহারাজ।

সিএবিতে করোনা থাবা, কত দিন বন্ধ থাকছে ইডেনসিএবিতে করোনা থাবা, কত দিন বন্ধ থাকছে ইডেন

English summary
BCCI president Sourav Ganguly's brand role raises conflict of interest issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X