For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেল রত্নের জন্য কোহলির নাম সুপারিশ করল বিসিসিআই

রাজীব গান্ধী খেল রত্নের জন্য বিরাট কোহলির নাম সুপারিশ করল বিসিসিআই। পাশাপাশি দ্রোণাচার্যের জন্য সুপারিশ করা হল রাহুল দ্রাবিড়ের নাম এবং ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য লিটিল মাস্টার

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম রাজীব গান্ধী খেল রত্নের জন্য সুপারিশ করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।

খেল রত্নের জন্য কোহলির নাম সুপারিশ করল বিসিসিআই

বিরাটের পাশাপাশি প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য প্রাস্তাব করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুধু রাহুল দ্রাবিড় বা বিরাট কোহলির নামই নয়, ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য লিটিল মাস্টার সুনীল গাভাসকরের নামও সুপারিশ করে বোর্ড। সাধারণত নিজেদের খেলোয়াড় জীবনে যেই খেলোয়াড়েরা অর্জুন পুরস্কার পান না তাঁদের নামই ধ্যানচাঁদ পুস্কারের জন্য প্রস্তাব করা হয়। এ ক্ষেত্রে ধ্যানচাঁদ পুরস্কারের জন্য গাভাসকরের নাম প্রস্তাব করা হলেও তাঁর ঝুলিতে আছে অর্জুন পুরস্কার।

এই বিষয়ে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস(সিওএ)-এর প্রধান বিনোদ রাই পিটিআইকে বলেন, 'বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নাম আমরা সুপারিশ করে পাঠিয়েছি ভারত সরকারের কাছে। দ্রোণাচার্যের জন্য রাহুল দ্রাবিড়ের নাম বিবেচনা করেছে বোর্ড।'

এই নিয়ে দ্বিতীয় বার বিরাটের নাম খেল রত্নের জন্য সুপারিশ করল বিসিসিআই। এর আগে ২০১৬ সালে প্রথম বার বিরাটের নাম সুপারিশ করে বোর্ড। কিন্তু রিও অলিম্পিকে ভাল ফল করা পিভি সিন্ধু, দীপা কর্মকার এবং সাক্ষী মালিককে খেল রত্ন দেওয়া হয়।

বুধবার অর্জুন পুরস্কারের জন্য় স্মৃতি মন্ধনা এবং শিখর ধবনের নাম সুপারিশ করে বিসিসিআই। বৃহস্পতিবার শুটিং এবং ভরোত্তলন বিভাগ থেকেও নাম পাঠানো হল অর্জুন পুরস্কারের জন্য। আইএসএসএফ বিশ্বকাপে রুপো জয়ী শাহজার রিজভির নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করল ন্যাশেনাল রাইফেল অ্যাসোসিয়েসান অব ইন্ডিয়া(এনআরএআই)।

ভরোত্তলনে থেকে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মনিপুরের মীরাবাই চানু এবং সঞ্জিতা চানুর নাম অর্জুন পুরস্কারের জন্য সুপারিশ করে ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডরেশন(আইডাব্লুএলএফ)।

English summary
BCCI Recommends name of Virat Kohli and Rahul Dravid for Khel Ratna and Dronacharya Award respectively.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X