For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের চেয়ে পাকিস্তান এখন নিরাপদ, পিসিবি চেয়ারম্যানের এই মন্তব্যের পাল্টা দিল বিসিসিআই

সিএবি আইন নিয়ে ভারতের বর্তমান পিরিস্থিতি উত্তাল। এর মাঝে প্রতিবেশি দেশ থেকে উড়ে এসেছে তির্যক মন্তব্য।

  • |
Google Oneindia Bengali News

সিএবি আইন নিয়ে ভারতের বর্তমান পিরিস্থিতি উত্তাল। এর মাঝে প্রতিবেশি দেশ থেকে উড়ে এসেছে তির্যক মন্তব্য। সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বিতর্কিত মন্তব্য করে বলেন, "ভারতের চেয়ে পাকিস্তান এখন ক্রিকেট খেলার পক্ষে অনেক বেশি নিরাপদ।" মঙ্গলবার যার পাল্টা দিল বিসিসিআই।

মানি যা বলেছেন

মানি যা বলেছেন

পিসিবির চেয়ারম্যান বলেছেন, 'কোনও দেশ নিরাপত্তার অভাবের সন্দেহে এদেশে ক্রিকেট খেলতে না আসলে ভুল করবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিশ্চিদ্র নিরাপত্তার উদাহরণ তৈরি করে আমরা প্রমাণ করেছি পাকিস্তান কতটা নিরাপদ।তুলনায় এখন ভারত অনেক বেশি অসুরক্ষিত! '

বিসিসিআইয়ের পক্ষ থেকে কী বলা হয়েছে

বিসিসিআইয়ের পক্ষ থেকে কী বলা হয়েছে

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোষ্যাধক্ষ অরুন সিং ধুমাল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়ার প্রতিক্রিয়ায় বলেছেন, 'প্রতিবেশি দেশের চেয়ারম্যান নিজে বছরের বেশিরভাগ সময়টাই লন্ডনে কাটান।সেক্ষেত্রে তাঁর পাকিস্তানের নিরাপত্তা নিয়ে অন্তত মুখ খোলা উচিত নয়! '

দশ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট

প্রসঙ্গত দশ বছর পর চলতি ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। ২০০৯ সালে পাকিস্তানে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটে।

যারপর বিশ্বের প্রথমসারির দেশগুলি নিরাপত্তার অভাবের কারণে পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ থাকলে তা নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলা হয়। শ্রীলঙ্কার টিম বাসের উপর জঙ্গি হামলার ঘটনার অতীত ভুলে দশ বছর পর পাকভূমিতে গিয়ে টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। এর মাঝে জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা দল পাকিস্তান গিয়ে সীমিত ওভারের সিরিজ খেলেছে।

English summary
BCCI responds to PCB chairman Ehsan Mani's controversial remarks over security in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X