For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় হতে চলেছে চেন্নাইয়ের ম্যাচ! চারটি শহর বেছে ফেলল বিসিসিআই

চেন্নাইয়ের ম্যাচ সরছে। প্রাথমিকভাবে চারটি ভেন্যু বিসিসিআই বেছে নিয়েছে। সেইমতো চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে বলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কাবেরী জলসঙ্কট ইস্যুতে সরতে চলেছে চেন্নাইয়ের ম্যাচ। বিক্ষুব্ধ গোষ্ঠী এর পরের ম্য়াচগুলিতে আর বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। যার ফলে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, প্রাথমিকভাবে চারটি ভেন্যু বিসিসিআই বেছে নিয়েছে। সেইমতো চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানাতে বলা হয়েছে।

কোথায় হতে চলেছে চেন্নাইয়ের ম্যাচ! চারটি শহর বেছে ফেলল বিসিসিআই

কাবেরী জলসঙ্কট ইস্যুতে চেন্নাইয়ে পরিস্থিতি ঘোরালো হওয়াতেই বিসিসিআই এই পদক্ষেপ নিতে চলেছে বলে স্পষ্ট করেছেন ক্রিকেট প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই।

বোর্ডের সূত্র বলছে, বিশাখাপত্তনমে চেন্নাইয়ের ম্যাচ হতে পারে। এই মাঠই সবচেয়ে এগিয়ে রয়েছে। এছাড়া কেরলের ত্রিবান্দ্রম, মহারাষ্ট্রের পুনে ও গুজরাতের রাজকোটের স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে পারে চেন্নাই।

বিনোদ রাই জানিয়েছেন, বোর্ড ম্যাচ সরানোর কথা ভাবছে। চারটে জায়গা ভাবা হয়েছে। সেগুলি তৈরি রয়েছে। সেখানে সিএসকে তাঁদের ম্যাচ খেলতে পারে।

রাইয়ের মতে, তামিলনাড়ুর বর্তমান পরিস্থিতির দিকে বোর্ড নজর রেখেছে। সেইমতো পরিস্থিতি বিচার করে সিএসকে ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। কোথায় খেলতে চাইবে, সেটা চেন্নাই দলের সিদ্ধান্ত বলে বিনোদ রাই জানিয়েছেন।

প্রসঙ্গত, দুই বছরের নির্বাসন কাটিয়ে চেন্নাই মঙ্গলবার ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। সেই ম্যাচের আগে ও পরে কাবেরী নিয়ে চূড়ান্ত বিক্ষোভের জেরেই বিসিসিআই ম্যাচ সরাতে বাধ্য হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
BCCI has shortlisted four cities to host Chennai Super Kings' home matches after the IPL franchise was told to consider shifting base due to the Cauvery water dispute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X