For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের সরকারি ঘোষণার পর টেন্ডার প্রক্রিয়া শুরু বিসিসিআইয়ের

ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের সরকারি ঘোষণার পর টেন্ডার প্রক্রিয়া শুরু বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে এ বছর থাকছে না ভিভো, এ কথা সরকারিভাবে ঘোষণা করেছে বিসিসিআই। একই সঙ্গে চিনা সংস্থার পরিবর্ত নির্বাচনের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। সেই লক্ষ্যে দরপত্র বা টেন্ডার আহ্বান করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই

টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই

ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পরেই বিসিসিআই এ বছরের আইপিএলের টাইটেল স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার অংশ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির আগামী এক-দুই দিনের মধ্যেই টেন্ডার বা দরপত্র আহ্বান করতে চলেছে বলেও খবর।

স্বচ্ছতা চায় বিসিসিআই

স্বচ্ছতা চায় বিসিসিআই

সমগ্র প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তাই বিসিসিআই ইনভিটেশন অফ বিড বা আইটিবি-এর রাস্তায় হাঁটতে চলেছে বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়ায় যে সংস্থা বেশি বিড দেবে, তারাই চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাবে।

লড়াই রয়েছেন কারা

লড়াই রয়েছেন কারা

ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির জিও এবং যোগগুরু রামদেব বাবার পতঞ্জলি এই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। সেই তালিকায় কোকা-কোলা ভারত ও বাইজু-র নামও অন্তর্ভূক্ত হতে চলেছে বলে খবর।

বিসিসিআইয়ের সমস্যা

বিসিসিআইয়ের সমস্যা

আইপিএলের টাইটেল স্পনসরার হিসেবে ভিভোর সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। পাঁচ বছরের হিসেবে বিসিসিআই-কে প্রতি মরশুমে ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা সংস্থার। এত পরিমাণ টাকা এই মুহূর্তে বিসিসিআই কোনও সংস্থাই দিতে রাজি হচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের একশো থেকে দেড়শো কোটি টাকা ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

অগাস্টে সিপিএলে ঢাকে কাঠি: একনজরে শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্সের দল ও শক্তি-দুর্বলতার বিশ্লেষণঅগাস্টে সিপিএলে ঢাকে কাঠি: একনজরে শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্সের দল ও শক্তি-দুর্বলতার বিশ্লেষণ

English summary
BCCI to start tender process for the title sponsorship of IPL after VIVO's suspension
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X