For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের সভাপতি কেরিয়ারে করোনা ধাক্কা! আগামী দিনে দায়িত্বে থাকতে পারবেন কি মহারাজ

সৌরভের সভাপতি কেরিয়ারে করোনা ধাক্কা! আগামী দিনে দায়িত্বে থাকতে পারবেন কি মহারাজ

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মাঝে ভারতীয় ক্রিকেটে 'কুলিং অফ পিরিয়ড' নিয়ে দামাজা বেজে গেল। আগামী জুলাই-তে বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

সৌরভকে লম্বা সময়ের জন্য চাইছে বোর্ড

সৌরভকে লম্বা সময়ের জন্য চাইছে বোর্ড

অন্যদিকে ৭ মে জয় শাহ'র মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটকে সঠিক পথে নিয়ে যেতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ-কে বিসিসিআইয়ের শীর্ষ পদে লম্বা সময়ের জন্য দেখতে চাওয়া হচ্ছে।

আবেদন করেছেন জয় শাহ

আবেদন করেছেন জয় শাহ

বিচারপতি আরএম লোধা কমিশনের কুলিং অফের নিয়মকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সচিব পদে তিনি যাতে এখনও কাজ চালিয়ে যেতে পারেন সেই জন্য জয় আবেদন করেছেন।

পিটিশন দিলেন অরুণ ধুমাল

পিটিশন দিলেন অরুণ ধুমাল

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী এবার বোর্ডের পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে কোষাধক্ষ্য অরুণ ধুমাল এপেক্স কোর্টে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে দীর্ঘমেয়াদে বিসিসিআইয়ের দায়িত্বে পাওয়ার জন্যে পিটিশন দিয়েছেন।

কোষাধ্যক্ষ ধুমাল যা জানালেন

কোষাধ্যক্ষ ধুমাল যা জানালেন

বোর্ডের কোষাধ্যক্ষ ধুমাল জানিয়েছেন, '২০১৯ সালে ডিসেম্বরে বার্ষিক সাধারণ বৈঠকে কুলিং অফ পিরিয়ড নিয়ে আলোচনা হয়েছে। বোর্ডের সভাপতি ও সচিব পদে কেউ দুই টার্ম কাজ করে ফেললে তখন তাঁকে বাধ্যতমূলক কুলিং অফে যেতে হবে। ভারতীয় ক্রিকেটের অস্থির পরিস্থিতিতে এখন বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে প্রয়োজন। ওরা বিসিসিআইয়ের দায়িত্বে কিন্তু বেশিদিন কাজই করতে পারল না!'

সৌরভকে সরে যেতে হতে পারে

সৌরভকে সরে যেতে হতে পারে

প্রসঙ্গত লোধা কমিশনের সুপারিশ মানতে হলে তো জুলাইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে সরে যেতেই হবে। কিন্তু দায়িত্ব পাওয়ার পর তারা করোনা ধাক্কার কারণে দীর্গ সময় কাজ করার সুযোগ পাননি।

সভাপতি সৌরভের সাফল্য

সভাপতি সৌরভের সাফল্য

দেশের মাটিতে দিন রাতের গোলাপি বলে টেস্ট দিয়ে সৌরভ-শাহ জুটি বিসিসিআইয়ের ইনিংসের শুরুটা দারুণ করেন। এরপর আইপিএল নিয়ে সৌরভের দারুণ সব পরিকল্পনা ছিল। যদিও শেষ আড়াই মাস করোনার কারণে ক্রিকেট বন্ধ থাকায় সৌরভ-শাহরা কোনও কাজ করতে পারলেন না।

সৌরভের সভাপতি কেরিয়ারে করোনা থাবা

সৌরভের সভাপতি কেরিয়ারে করোনা থাবা

সৌরভের সভাপতি কেরিয়ারে করোনা ভাইরাস অনেকটা সময় কেড়ে নিল বলা যেতে পারে। কুলিং অফের বাধ্যতামূলক নিয়মে সৌরভ বোর্ডের সভাপতি পদে থাকতে পারবেন কিনা, সেই নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে।

৯ মাস সময় বাকি ছিল

৯ মাস সময় বাকি ছিল

উল্লেখ্য সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ আগেই নিজ নিজ রাজ্য অ্যাসোশিয়েশনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে ফেলায় বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর তাঁদের হাতে মাত্র ৯ মাস সময় বাকি ছিল।

English summary
BCCI treasurer Arun Dhumal filed application for three-year terms for Sourav Ganguly and Jay Shah in apex court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X