For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নের মুখে কোহলির কাউন্টি অভিযান

আইপিএল শেষেই কাউন্টি খেলতে ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা বিরাট কোহলির। কিন্তু তাঁকে কাউন্টির বদলে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্টে ভারতের জার্সিতে দেখতে চায় বিসিসিআই।

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ে জড়াল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই) এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স(সিওএ)।

প্রশ্নের মুখে কোহলির কাউন্টি অভিযান

আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়ার কথা বিরাট কোহলির। বিরাটকে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেটে খেলতে দিতে চায় সিওএ। আর এখানেই বোর্ডের সঙ্গে মতের মিল হচ্ছে না সিওএ-র।

গত বছর আফগানিস্তান টেস্ট খেলার স্বীকৃতি দেয় আইসিসি। তার পরই আফগানিস্তানকে তাদের প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে খেলার জন্য আমন্ত্রণ জানায় বিসিসিআই। ১৪ জুন বেঙ্গালুরুতে শুরু হওয়ার কথা সেই টেস্টের। কিন্তু কাউন্টি খেলতে যাওয়ায় সেই সময় দেশের জার্সিতে মাঠে নামতে পারবেন না কোহলি।

বিসিসিআই-এর দাবি সেই সময় দেশের হয়ে মাঠে নামুক কোহলি। বিসিসিআই-এর মতে ঐতিহাসিক এই ম্যাচে কোহলির না খেলাটা অসম্মানিত করবে প্রতিপক্ষ আফগানিস্তানকে।

এই বিষয়ে বিসিসিআই-এর এক আধিকারিক বলেন, 'একটি আন্তর্জাতিক ম্যাচ না খেলিয়ে যদি বিরাটকে কাউন্টি খেলার জন্য ছাড়া হয় তা হলে খুব খারাপ প্রভাব পড়বে সেই সিদ্ধান্তের। এর ফলে আমন্ত্রিত দেশ আফগানিস্তানের কাছে খুব খারাপ বার্তা যাবে। এক প্রকার অসম্মানই করা হবে আফগানিস্তান দলকে'। পাশাপাশি তিনি এ-ও জানান এই সিদ্ধান্ত নেওয়া হলে তা সম্প্রচারকারীদের প্রতিও অবিচার করা হবে।

তাঁর আরও সংযোজন, 'যদি কাউন্টি খেলতেই হয় বিরাটকে তা হলে এই টেস্টের সময় ভারতে এসে খেলে সে আবার ইংল্যান্ডে উড়ে যেতে পারে। এবং সে যদি কাউন্টি খেলতে এতটাই আগ্রহী হয়ে থাকে তা হলে আইপিএল না খেলার জন্য কি কোনও অনুমতি চেয়েছিলেন?'

সূত্রের খবর, কিছু বিসিসিআই আধিকারিক নিজেদের ঘনিষ্ট মহলে এই বিষয়ে মুখে খুললেও সরাসরি ভাবে সিওএ-এর সঙ্গে এখনও এই বিষয়ে কোনও আলোচনা বা যোগাযোগ করেনি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।

উল্লেখ্য সিওএ প্রধান বিনোদ রাই জানিয়েছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে ভারত।

English summary
BCCI wants Virat Kohli to play against Afghanistan in the historic Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X