For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু ও কাশ্মীরকে সাহায্য করতে প্রস্তুত বিসিসিআই, জানালেন ইরফান পাঠান

জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের পাশে বিসিসিআই আছে বলে দাবি করেছেন কোচ ইরফান পাঠান

  • |
Google Oneindia Bengali News

৩৭০ ধারা বাতিলের পরবর্তী পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বিসিসিআই। এমনটাই জানিয়েছেন ওই দলের কোচ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

জম্মু ও কাশ্মীরকে সাহায্য করতে প্রস্তুত বিসিসিআই, জানালেন ইরফান পাঠান

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের কিছুদিন আগে থেকেই জম্মু ও কাশ্মীরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে উপত্যকায় ক্রিকেটের অনুশীলনও বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে ভূস্বর্গ ছাড়তে বাধ্য হন জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের কোচ ইরফান পাঠান।

৩৭০ ধারা বাতিলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও জম্মু ও কাশ্মীর দলের ক্রিকেটারদের সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থার যোগাযোগ বন্ধ রয়েছে বলে দাবি। এমতাবস্তায় অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হতে চলা বিজয় ট্রফি তাদের পক্ষে খেলা অসম্ভব বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থা।

যদিও ৩৭০ ধারা বাতিল এবং তার পরিবর্তি ঘটনাক্রমের প্রভাব আগামী মরশুমে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের পারফরম্যান্সে পড়বে না বলেই জানিয়েছেন কোচ ইরফান পাঠান। এ ব্যাপারে বিসিসিআই ভূস্বর্গের দলকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বলেও দাবি ইরফানের। বলেছেন, বিজয় ট্রফি না খেললেও খুব শীঘ্রই অনুশীলন শুরু করবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল।

English summary
Irfan is confident about the performance of Jammu and Kashmir cricket team in next session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X