For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন শিথিল হলেই কি মাঠে নেমে অনুশীলনে বিরাটরা? উত্তর দিল বিসিসিআই

লকডাউন শিথিল হলেই কি মাঠে নেমে অনুশীলনে বিরাটরা? উত্তর দিল বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন ক্রিকেটাররা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা হলফ করে কেউ বলে দিতে পারছে না। আগামী দিনে আদৌ লকডাউন পুরোপুরি উঠবে কিনা, সে ব্যাপারেও কিছু বলতে পারছে না প্রশাসন। এতবস্থায় কবে মাঠে নেমে অনুশীলন শুরু করছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা, তা জানাল বিসিসিআই।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৪৪ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় তিন লক্ষ মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, অন্ধ্রপ্রদেশে এবং পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

লকডাউন বন্ধ ক্রিকেট

লকডাউন বন্ধ ক্রিকেট

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় ভারতে জারি রয়েছে লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এর মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ১৮ মে-র পর দেশে লকডাউনের মাত্রা শিথিল করে দেওয়া হতে পারে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

অনুশীলন শুরু হবে?

অনুশীলন শুরু হবে?

কেন্দ্র লকডাউন কিছুটা শিথিল করে দিলেই বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা মাঠে নেমে অনুশীলন শুরু করবে বলে জল্পনা তৈরি হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিসিসিআই ক্যাম্প চালু করবে বলেও ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়।

বিসিসিআই-র না

বিসিসিআই-র না

যদিও সেসব জল্পনা সরাসরি উড়িয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল সাফ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের মাঠে নামানোর কোনও প্রশ্নই নেই। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে লকডাউন শিথিল হলেও কোনও ক্যাম্প আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ধুমল। বলেছেন, আপাতত অবস্থার ওপর নজর রাখছে বিসিসিআই। প্রয়োজনে জাতীয় দলের ফিটনেস ট্রেনারের সঙ্গে কথা বলে বিরাট কোহলিদের কিছু স্কিল-বেসড ট্রেনিং করতে বলা হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআই-র কোষাধ্যক্ষ।

বিশ্বজুড়ে ফুটবলারদের বেতনে কাটছাঁট! রোনাল্ডোর বেতন কি সত্যিই কমছে!বিশ্বজুড়ে ফুটবলারদের বেতনে কাটছাঁট! রোনাল্ডোর বেতন কি সত্যিই কমছে!

English summary
BCCI will not organise any camp for Team India's cricketers until there is full normalicy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X