For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কারণে ইউসুফ পাঠানের হংকং টি২০ লিগে খেলা বাতিল করল বিসিসিআই

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে হংকংয়ের টি২০ লিগে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল ইউসুফ পাঠানের। হংকং লিগে খেলার জন্য পাঠানকে ছাড়পত্র দিয়েও পরে তা বাতিল করে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি : প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে হংকংয়ের টি২০ লিগে খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল ইউসুফ পাঠানের। হংকং লিগে খেলার জন্য পাঠানকে ছাড়পত্র দিয়েও পরে তা বাতিল করে দেওয়া হল।

গত শনিবার জানা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ইউসুফ পাঠানকে ভারতীয় ক্রিকেট বোর্ড হংকং লিগে খেলার ছাড়পত্র দিয়েছে। হংকং টি২০ লিগে ব্লিৎজে কউলুন ক্যান্টনের হয়ে খেলার কথা ছিল তাঁর।

এই কারণে ইউসুফ পাঠানের হংকং টি২০ লিগে খেলা বাতিল বিসিসিআইয়ের

এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৮-১২ মার্চ। সুযোগ পেয়ে বিসিসিআই ও ভদোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদও জানিয়েছিলেন ইউসুফ পাঠান। তবে এখন শোনা যাচ্ছে, বিসিসিআই নিজেদের অর্ডার ফিরিয়ে নিয়েছে। কারণ বক্তব্য, অন্য খেলোয়াড়রাও পাঠানের দেখাদেখি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিদেশি লিগে খেলার আবেদন করেছেন।

যেভাবে আইসিএল বা ইন্ডিয়ান ক্রিকেট লিগ চালু হয়েছিল এবং ভারতীয় বোর্ডের বিরুদ্ধে গিয়ে তা ডালপালা মেলতে শুরু করেছিল, ভারতীয় বোর্ড চায় না অন্য জায়গায় খেলোয়াড় ছেড়ে সেরকম কোনও পরিস্থিতি তৈরি হোক। আর সেজন্যই পাঠানের ভাগ্যের শিকে ছিঁড়তে গিয়েও ছিড়ল না।

২০১২ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে আর জায়গা হয়নি ইউসুফ পাঠানের। বিসিসিআইয়ের চুক্তির তালিকাতেও তিনি নেই। এছাড়া এই মুহূর্তে চলা সঈদ মুস্তাক আলি টুর্নামেন্টেও পাঠান দলে জায়গা পাননি। তাই হংকংয়ে খেলতে যেতেই পারতেন তিনি।

প্রসঙ্গত, ভারত থেকে ইউসুফ পাঠানই প্রথম ক্রিকেটার হিসাবে হংকং টি২০ লিগে খেলার সুযোগ পেলেও শাহিদ আফ্রিদি, তাইমল মিলস, ড্যারেন স্যামির মতো আন্তর্জাতিক তারকারা ইতিমধ্যে হংকং লিগে খেলবে বলে সম্মতি জানিয়েছেন।

English summary
Yusuf Pathan's hopes of being the first Indian male cricketer to play for an overseas franchise-based T20 league looked to be over with the Board of Control for Cricket in India (BCCI) going back on the approval that it granted only a few days back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X