For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় বন্ধ ক্রিকেট, জেনে নিন উইসডনের বিচারে বিশ্বসেরা ক্রিকেটারের পুরস্কার কে পেলেন

করোনায় বন্ধ ক্রিকেট, জেনে নিন উইসডনের বিচারে বিশ্বসেরা ক্রিকেটার কে

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে বন্ধ ক্রিকেট। খেলার দুনিয়া করোনা ধাক্কায় পুরোপুরি স্তব্ধ। শুধু ক্রিকেট কেন, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন সব টুর্নামেন্টই স্থগিত রয়েছে। এর মাঝে সেরা ক্রিকেটারদের নিয়ে উইসডনের প্রকাশিত তালিকা ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারে।

উইসডনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার কে?

উইসডনের বিচারে বর্ষসেরা ক্রিকেটার কে?

উইসডনের বিচারে ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

টানা তিন বছরে এই পুরস্কার পেয়েছিলেন বিরাট

টানা তিন বছরে এই পুরস্কার পেয়েছিলেন বিরাট

শেষ তিন বছর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে উইসডনের বিচারে ভারত অধিনায়ক বিরাট কোহলি বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। কোহলির সেই ধারাবাহিকতা ভেঙে এবার এই সম্মান পেলেন বেন স্টোকস।

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন স্টোকস

২০১৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন স্টোকস

২০১৯ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ জয়ে বেন স্টোকসের বড় ভূমিকা ছিল। ফাইানালে ৮৪ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে রাখেন। লর্ডসে ফাইনাল টাই করিয়ে ম্যাচের ফয়সলা সুপার ওভারে নিয়ে গিয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। সেখানেও ব্যাটে গুরুত্বপূর্ণ রান করেন স্টোকস।

আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্টোকস

আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্টোকস

২০১৯ সালের এই সাফল্যের জন্যে স্টোকস বিবিসি'র বিচারে সেরা ক্রিকেট ব্যক্তিত্বের সম্মান পেয়েছেন। আইসিসির বিচারে ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্টোকস।

শেষবার ইংল্যান্ড থেকে কে এই পুরস্কার জেতেন

শেষবার ইংল্যান্ড থেকে কে এই পুরস্কার জেতেন

শেষবার ২০০৫ সালে অ্যাসেজ জয়ে বড় ভূমিকা রাখার কারণে ইংল্যান্ড থেকে অ্যান্ড্রু ফ্লিনটক উইসডনের বিচারে সেরা ক্রিকেটার হয়েছিলেন।

টেস্টে স্টোকসের দুরন্ত ইনিংস

টেস্টে স্টোকসের দুরন্ত ইনিংস

২০১৯ সালে হেডিংলে টেস্টে স্টোকস ১৩৫ রানের ইনিংস খেলে দলকে একা হাতে শেষ উইকেটে টেস্ট জিতিয়েছিলেন। অ্যাসেজ টেস্ট সিরিজের ইতিহাসে এটি অন্যতম স্মরণীয় ইনিংস।

একনজরে পুরস্কার প্রাপকদের তালিকা

একনজরে পুরস্কার প্রাপকদের তালিকা

বিশ্বসেরা ক্রিকেটার বেন স্টোকস, সেরা পাঁচ ক্রিকেটার-প্যাট কামিন্স, জোফরা আর্চার, অ্যালিসা পেরি, মার্কাস লাবুশানে, সিমন হারমার, টি-২০ ক্রিকেটে সেরা ক্রিকেটার আন্দ্রে রাসেল

English summary
Ben stokes ends virat kohli's run, named wisdon cricketer of the year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X