For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটালেন বেন স্টোকসের বাবা

নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটালেন বেন স্টোকসের বাবা

  • |
Google Oneindia Bengali News

এই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ঐতিহাসিক লর্ডসে নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে ঘরের মাঠে হিরো হয়েছে ইয়ন মর্গ্যানের দল। এই জয়ের উৎসব চলছে ইংল্যান্ডের সর্বত্র।

নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটালেন বেন স্টোকসের বাবা

যাঁর চওড়া ব্যাটে ভর করে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল জিতল ইংল্যান্ড, সেই বেন স্টোকসের বাবা কিন্তু রবিবার দিনভর নিউজিল্যান্ডের হয়ে গলা ফাটিয়ে গেলেন। কিন্তু কেন জানেন কী!

১৯৯১ সালে নিউজিল্যান্ডে খ্রাইস্টচার্চে জন্ম হয় বেন স্টোকসের। তাঁর বাবা জেরার্ড স্টোকস পেশায় একজন রাগবি কোচ। রাগবির হাত ধরেই ক্রীড়া জগতে প্রথম হাতেখড়ি হয় স্টোকসের। কামব্রিয়াতে রাগবি কোচিং করানোর অফার পান বেনের বাবা জেরার্ড। নিউজিল্যান্ড থেকে সপরিবারে ইংল্যান্ডে চলে আসেন স্টোকস পরিবার।

ইংল্যান্ডেই ক্রিকেট কোচিং নিতে শুরু করেন বেন স্টোকস। সেদেশের নাগরিকত্বও নেন তিনি। বেন ইংল্যান্ডে রয়ে গেলেও তাঁর পরিবারের বাক সদস্যরা নিউজিল্যান্ডে ফিরে যান। রবিবার সেই ক্রাইস্ট চার্চে বসেই টিভিতে বিশ্বকাপ ফাইনাল দেখেন বেন স্টোকসের বাবা জেরার্ড স্টোকস। ছেলের জন্য প্রার্থনা করলেও তাঁর দল ইংল্যান্ডের হারই কামনা করেন জেরার্ড। হাড্ডাহাড্ডি সুপার ওভারে নিউজিল্যান্ড হেরে গেলে হতাশাও চেপে রাখতে পারেননি বেনের বাবা।

English summary
Ben Stokes father was cheering for the Black Caps in World Cup finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X