For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইলিয়ামসনের কাছে আজীবন ক্ষমাপ্রার্থী থাকবেন, জানালেন স্টোকস


 উইলিয়ামসনের কাছে আজীবন ক্ষমাপ্রার্থী থাকবেন, জানালেন স্টোকস

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের ফাইনালে ম্যাচের নির্ধারিত শেষ ওভারে জিততে ১৫ রান দরকার ছিল ইংল্য়ান্ডের। চাপের মুহূর্তে অভিজ্ঞ ট্রেন্ট বোল্টের হাতে বল তুলে দিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ওই ওভারে ইংল্যান্ডের হয়ে স্ট্রাইক নেন বেন স্টোকস।

 উইলিয়ামসনের কাছে আজীবন ক্ষমাপ্রার্থী থাকবেন, জানালেন স্টোকস

প্রথম দুটি বলে কোনও রান না আসায় স্টোকসের উপর চাপ বাড়ে। তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সেই চাপ কিছুটা লাঘব করেন ইংল্যান্ডের অল-রাউন্ডার। সেই পরিস্থিতিতে ম্যাচ জিততে ৩ বলে ৯ রান দরকার ছিল ইংল্যান্ডের। বোল্টের চতুর্থ বলে দুই রান নিতে যান স্টোকস। রান আউট হতে পারেন আশঙ্কায় স্ট্যাম্পে পৌঁছতে ঝাঁপ দেন বেন। সেই সময় কিউই কিপারের দিকে মার্টিন গাপটিলের ছোঁড়া থ্রো স্টোকসের ব্যাটে লেগে চার হয়ে যায়। ফলে ছয় রান পেয়ে যায় ইংল্যান্ড।

ওই মুহূর্তকেই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 'হ্যান্ড অফ গডের পরিবর্তে ব্য়াট অফ গড' গোছের মিম বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিউজিল্যান্ডের তরফে এ ব্যাপারে কোনও উচ্চবাচ্য না হলেও বেন স্টোকস নিজে কিন্তু বিষয়টি নিয়ে ভীষণ ভাবে লজ্জিত। ঘটনার মুহূর্তে মাঠেই দু-হাত তুলে কিউই ফিল্ডারদের কাছে ক্ষমা চেয়েও তাঁর মন ভরেনি। স্পোর্টসম্যান স্পিরিট অক্ষুন্ন রাখতে স্টোকস বলেছেন, এই ঘটনার জন্য নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের প্রতি তিনি আজীবন ঋণী থাকবেন।

English summary
Ben Stokes promised to apologised to Kane Williamson for the rest of his life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X