For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুষ্টুপের চওড়া ব্যাটে বিপর্যয় আটকাল বাংলা, শাহবাজের যোগ্য সঙ্গত

অনুষ্টুপের চওড়া ব্যাটে বিপর্যয় আটকাল বাংলা, শাহবাজের যোগ্য সঙ্গত

  • |
Google Oneindia Bengali News

অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরান ও অল-রাউন্ডার শাহবাজ আহমেদের নাছোড় অর্ধ-শতরানের সৌজন্যে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশা বিরুদ্ধে বিপর্যয় থেকে বাঁচল বাংলা। শুরুর দিকে ব্যাটিং-এ ধস সামলে ম্য়াচের প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলেছে বাংলা। ক্রিজে এখনও অপরাজিত এদিনের দুই নায়ক।

টসে হেরে ব্যাট

টসে হেরে ব্যাট

ওড়িশার কটকের ড্রিমস গ্রাউন্ডে টসে জিতে বাংলাকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় হোম টিম। মাত্র ৯ ও ৭ রানে সাজঘরে ফিরে যান বাংলার ওপেনার কৌশিক ঘোষ ও অভিমন্যু ইশ্বরণ। তিন নম্বরে ব্যাট করতে নামা অভিষেক রমন ১ রানের বেশি করতে পারেননি। ২৪ রান করে আউট হন অর্নব নন্দী। মনোজ তিওয়ারির ব্যাট থেকে আসে মাত্র চার রান। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা।

অনুষ্টুপ ও শ্রীবৎস্য

অনুষ্টুপ ও শ্রীবৎস্য

মনোজ তিওয়ারি আউট হওয়ার পর ক্রিজে আসেন বাংলার উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী। তাঁর সঙ্গে অনুষ্টুপ মজুমদারের মধ্যে ৯৫ রানের পার্টনারশিপ হয়। দলের ১৪১ রানের মাথায় ব্যক্তিগত ৩৪-র স্কোরে আউট হন শ্রীবৎস্য। এরপরেই ব্যাট করতে নামেন অল-রাউন্ডার শাহবাজ আহমেদ।

অনুষ্টুপ ও শাহবাজ

অনুষ্টুপ ও শাহবাজ

টালমাটাল অবস্থা থেকে বাংলাকে টেনে তোলে অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদের পার্টনারশিপ। জুটিতে ১৬৭ রান তুলেছেন দুই ক্রিকেটার। দিনের শেষে ১৯৪ বলে ১৩৬ রান করে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ। ২০টি চার মেরেছেন তিনি। অন্যদিকে ১৫৪ বলে ৮২ রানে অপরাজিত রয়েছেন শাহবাজ আহমেদ। ১৩টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। ওড়িশার হয়ে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন সূর্যকান্ত প্রধান ও কানওয়ার সিং চোহান।

প্রথম ঘণ্টা

প্রথম ঘণ্টা

বাংলা বনাম ওড়িশার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই সময়ে বাংলা অল-আউট না হলে, প্রথম ইনিংসে ওড়িশার বিরুদ্ধে বড় রান তুলতে পারেন অনুষ্টুপ মজুমদাররা। সকালে অনুষ্টুপ ও শাহবাজ তাড়াতাড়ি আউট হয়ে গেলে, চাপে পড়ে যেতে পারে বাংলা।

English summary
Bengal on 308 with the help of Anus Majumdar's century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X