For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ট্রফি সেমিফাইনাল: ৫ উইকেট শিকার ইশানের, কর্ণাটককে অলআউট করল বাংলা

রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রথম ইনিংসে কর্ণাটককে ১২২ রানে অলআউট করল বাংলা। কর্ণাটকের ইনিংস মাত্র ৩৬.২ ওভার টিকে থাকে। ওপেনার লোকেশ রাহুল ২৬ ও কৃষ্ণাপা গৌতম ৩১ রান করেন।

  • |
Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফি সেমিফাইনালে প্রথম ইনিংসে কর্ণাটককে ১২২ রানে অলআউট করল বাংলা। কর্ণাটকের ইনিংস মাত্র ৩৬.২ ওভার টিকে থাকে। ওপেনার লোকেশ রাহুল ২৬ ও কৃষ্ণাপা গৌতম ৩১ রান করেন।বাকিদের মধ্যে কেউই সম্মানজনক রান পাননি।

ইশানের পাঁচ উইকেট

বাংলার হয়ে ইশান পোড়েল সেমিফাইনালে দুর্দান্ত বোলিং করলেন। ৫ উইকেট নিয়ে কর্ণাটকের ব্যাটিংয়ে ধস নামান। ১৩ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচ করে ইশান ৫ উইকেট পেয়েছেন। বাকিদের মধ্যে আকাশদীপ ৩০ রানে ৩টি ও মুকেশ ৪৬ রান খরচে ২টি উইকেট পেয়েছেন। কর্ণাটকের ব্য়াটিংয়ে মূল দুই স্তম্ভ লোকেশ রাহুল ও মনীশ পান্ডের উইকেট তুলে নেন মুকেশ।

বাংলার লিড কত রানের

পেসারদের আগুনে বোলিংয়ে সৌজন্যে প্রথম ইনিংসে কর্ণাটককে ১২২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ১৯০ রানের লিড পেল বাংলা।

কোন পথে ইশানের পাঁচ উইকেট

বাংলার বোলিং স্পেলের প্রথম ওভারেই রবিকুমারকে স্লিপে ক্যাচ করিয়ে ইশান উইকেটের খাতা খেলেন। এরপর ইনিংসের তৃতীয় ওভারে এসে নির্ভরযোগ্য করুন নায়ারকে ৩ রানে অনুষ্টুপের হাতে বন্দি করান। এছাড়া কর্ণাটক দলের মিডল অর্ডারের দেবদূত পাডিক্কাল, শ্রীনিবাস শরথ ও অভিমন্যু মিথুনের উইকেট নিয়ে ইশান এদিন পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন।

ব্য়াটে অনুষ্টুপের লড়াই

ব্য়াটে অনুষ্টুপের লড়াই

২৭৫ রান ও ১ উইকেটের পুঁজি নিয়ে দিন শুরু করে এদিন অনুষ্টুপ ও ইশানের জুটি স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। ১৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অনুষ্টুপ। ইশানের সংগ্রহ ৭ রান। প্রথম ইনিংসে বাংলা একসময় ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল।সেখান থেকেই অনুস্টুপের সেঞ্চুরিতে বাংলা ম্যাচে ফেরে। শেষ পর্যন্ত এদিন ৩১২ রানে বাংলা অলআউট হয়।

English summary
bengal vs karnataka ranji semifinal: ishan porel takes 5 wickets, karnataka all out for 122
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X