For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে সেরা ব্যাটসম্যান-বোলার কে, এক নজরে দেখে নিন

কিছু অসাধারণ রেকর্ড ও পরিসংখ্যানের সাক্ষী থাকল এবারের আইপিএল। উঠে এলেন দুরন্ত কিছু তরুণ প্রতিভা। তাঁদের সঙ্গে সমান ভাবে পাল্লা দিলেন অভিজ্ঞ খেলোয়াড়েরাও।
 

  • |
Google Oneindia Bengali News

কিছু অসাধারণ রেকর্ড ও পরিসংখ্যানের সাক্ষী থাকল এবারের আইপিএল। উঠে এলেন দুরন্ত কিছু তরুণ প্রতিভা। তাঁদের সঙ্গে সমান ভাবে পাল্লা দিলেন অভিজ্ঞ খেলোয়াড়েরাও।

ওয়ার্নার শো

ওয়ার্নার শো

আইপিএলে আবারও অপ্রতিরোধ্য অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুটি লিগ ম্যাচ ও প্লে-অফ না খেলেও ৬৯২ রান করে কমলা টুপি জিতেছেন ওয়ার্নার। আইপিএলে ১২টি ম্যাচে খেলেছেন ডেভিড। ৬৯.২০ গড়ে টুর্নামেন্টে ১টি শতরান ও ৮টি অর্ধ-শতরান রয়েছে এই বিধ্বংসী অস্ট্রেলিয় ওপেনারের।

পরের চার

পরের চার

আইপিএলের এই মরশুমে রান সংখ্যায় ডেভিড ওয়ার্নারের ধারেকাছে নেই কোনো ব্যাটসমান। প্রায় একশো রান পিছনে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ভারতের বিশ্বকাপগামী দলের অন্যতম সদস্য, কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার কেএল রাহুল। ১টি শতরান ও ৬টি অর্ধ-শতরান সহ ১৪ ম্যাচে ৫৯৩ রান করেছেন রাহুল। তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ও দক্ষিণ আফ্রিকা দলের ���ইকেটরক্ষক কুইন্টন ডি ককের এই আইপিএলে সংগৃহীত রান ৫২৯। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী জামাইকান টর্নেডো আন্দ্রে রাসেল। ৫২১ রান করেছেন শিখর, ৫১০ করেছেন রাসেল।

দুরন্ত তাহির

দুরন্ত তাহির

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে ২ উইকেট নিয়ে টুর্নামেন্টের এই মরশুমের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে��েন চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ১৭ ম্যাচে ২৬টি উইকেট নিয়ে বেগুনি টুপির অধিকারি হয়েছেন তাহির।

পরের চার

পরের চার

আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাদকদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাত্র ১২ ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন। ১৭ ম্যাচে ২২ ও ১৪ ম্যাচে ২০টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় ও চতুর্থ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ভারতীয় প্রতিভা দীপক ছাহার ও রাজস্থান রয়্যালসের শ্রেয়াস গোপাল। ১৬ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাদকদের তালিকায় পঞ্চম হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিধারী ভারতীয় দলের স্লগ-ওভার স্পেশালিস্ট জসপ্রীত বুমরা।

অন্যান্য বিভাগে সেরারা

অন্যান্য বিভাগে সেরারা

আইপিএলের এই মরশুমে সবচেয়ে বেশি ৫২টি ছয় মেরেছেন কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিয়ান তারকা আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে সেরা স্ট্রাইক রেটের (২০৪.৮১) অধিকারিও তিনি। সবচেয়ে লম্বা (১১১ মিটার) ছয় মেরেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেরা ব্যাটিং অ্যাভারেজ (৮৩.২০) জুড়ে রয়েছে তাঁরই নামের পাশে। সবচেয়ে বেশি ৬৪টি চার মেরেছেন দিল্লি ক্য়াপিটালসের শিখর ধাওয়ান।

দ্রুততম শত ও অর্ধশতরান

দ্রুততম শত ও অর্ধশতরান

৫২ বলে আইপিএলের দ্রুততম শতরান করেছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলা ই��ল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। আইপিএলে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংসও রয়েছে তাঁরই নামে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে হার্দিক পাণ্ডিয়ার ১৭ বলে ৫০ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ বলা চলে।

English summary
Best players of IPL 2019, Who stand first in every sections
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X