For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের শেষ ওভারে দুরন্ত বোলিং ভুবির, বোঝালেন তিনিই এখন ডেথ বোলিংয়ে বিশ্বসেরা

ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলের এই বোলারকে ডেথ ওভারে বল করা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলার বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এদিন সেই ভাবনাকে ফের একবার সত্যি করে দেখালেন ভুবি।

  • |
Google Oneindia Bengali News

ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলের এই বোলারকে ডেথ ওভারে বল করা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলার বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এদিন সেই ভাবনাকে ফের একবার সত্যি করে দেখালেন ভুবি। বোঝালেন সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে পরিণত করেছেন তাতে তাঁর জুড়ি মেলা ভার। এদিন শেষ ওভারে আরসিবির প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ড্র করতে বা সুপার ওভারে নিয়ে যেতে হলে অন্তত ১১ রান।

দুরন্ত বোলিং ভুবির, বোঝালেন তিনিই এখন ডেথ বোলিংয়ে বিশ্বসেরা

তবে ভুবি রান তো তুলতেই দিলেন না, উল্টে ছয় বলের মধ্যে চারটে নিখুঁত ইয়র্কার দিলে আরসিবি-র প্লে-অফে ওটার স্বপ্নে জল ঢেলে দিলেন। শেষ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম ও মনদীপ সিংকে আটকে দিলেন। আরসিবি ম্যাচ হারল ৫ রানে। আবার শেষ বলে গ্র্যান্ডহোমকে ইয়র্কারে বোল্ড করে নিজে একটি উইকেটও তুলে নিলেন ভুবি।

আইপিএলে প্রথম থেকেই ছন্দে ছিলেন ভুবি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে খেলেননি। তৃতীয় ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করেন।

এরপরে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হারলেও ভুবি নিজে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন। চেন্নাইয়ের বিরুদ্ধেও দল হারলেও ভুবি ভালো বল করেন। ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নেন। এরপরে তিনটি ম্যাচ তিনি খেলেননি।

গত শনিবার বেশ কয়েকদিনের বিশ্রামের পর ভুবি দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামেন। সেদিন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ৪ ওভারে ৩৩ রান দেন। উইকেট পাননি। তবে এদিন ফের একবার অনবদ্য বোলিং করে ৪ ওভারে দিলেন ২৭ রান ১ উইকেটের বিনিময়ে। সবচেয়ে বড় কথা শেষ ওভারে দিলেন মাত্র ৬ রান। আর একদিকে যেমন আরসিবিকে প্লে-অফ থেকে প্রায় ছিটকে দিলেন, তেমনই ডেথ বোলিংয়ে তিনি রাজা, তা ফের প্রমাণ করলেন।

English summary
Bhuvneshwar Kumar again proves why people calls him the best death over bowler in recent times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X