For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুবনেশ্বরের চোট: ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠালেন বিসিসিআই সচিব জয় শাহ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝে ফের চোটের কবলে ভুবনেশ্ব কুমার। এবার ভুবির চোটের রেকর্ড চেয়ে পাঠাল বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

চোট সারিয়ে নীল জার্সিতে প্রত্যাবর্তনের কয়েকদিনের মধ্যেই ফের চোটের কবলে ভুবনেশ্বর কুমার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কুচকিতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। খেলোয়াড়দের এই চোটকে 'স্পোর্টস হার্নিয়া' বলে উল্লেখ করা হয়। চোট গুরুতর বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে অস্ত্রোপচার করাতে হতে পারে।

ভুবনেশ্বরের চোট: ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠালেন বিসিসিআই সচিব জয় সাহা

অস্ত্রোপচার হলে আবারও কয়েক মাসের জন্য জাতীয় দল থেকে ভুবিকে বাইরে থাকতে হতে পারে। নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন সফর রয়েছে। ভুবি না থাকা মানে ভারতকে বেশ চাপে পড়তে হতে পারে। এবার তাই ভুবির চোটের রেকর্ড চেয়ে পাঠাল বিসিসিআই। বোর্ডের সচিব জয় শাহ ভুবির চোটের রেকর্ড চেয়ে পাঠিয়েছেন।

ভুবনেশ্বরের চোট: ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠালেন বিসিসিআই সচিব জয় সাহা

নতুন করে ভুবির চোট পাওয়ার পর বেঙ্গালরুুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা এনসিএ-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভুবিকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। সেক্ষেত্রে তখন ভুবির ঠিকঠাক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।

ভুবনেশ্বরের চোট: ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠালেন বিসিসিআই সচিব জয় সাহা

মূলত তাঁর স্পোর্টস হার্নিয়া কীভাবে মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ল না, এবং তাঁকে ফিট সার্টিফিকেট দেওয়া হল সেই নিয়ে এনসিএ-র ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে! সেকারণে বিশ্বকাপের সময় থেকে ভুবির চোট ও তাঁর চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গ রেকর্ড রিপোর্টটি চেয়ে পাঠিয়েছে বিসিসিআই।

উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সময় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবির। ফলে বিশ্রামে ছিলেন।

ভুবনেশ্বরের চোট: ভুবির মেডিক্যাল রেকর্ড চেয়ে পাঠালেন বিসিসিআই সচিব জয় সাহা

এরপর সাইন স্ট্রেনের চোটে তাঁর এনসিএতে রিহ্যাব করতে হয়েছে। সাইড স্ট্রেনের চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এই পেসার সিরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনের পর ফের চোট পাওয়ায় এবার ওডিআই সিরিজ থেকে বাইরে যেতে হল তাঁকে।

ভুবির চোটের চিকিৎসার ক্ষেত্রে এনসিএ-র ভূমিকা নিয়ে বারেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয় এনসিএতে নিযুক্ত আধিকারিকরা বোর্ডের ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষা করার যোগ্য কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে।

English summary
Bhuvneshwar Kumar's injury: BCCI secretary Jay Shah asks for Bhuvis medical records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X