For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যত কাণ্ড পাতাললোকে! অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট, কেমন এমন বললেন বিজেপি নেতা

যত কাণ্ড পাতাললোকে! অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট, কেমন এমন বললেন বিজেপি বিধায়ক

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে করোনা নিয়ে উদ্বেগ, গৃহবন্দি আম আদমি। ভাইরাস রুখতে দেশে চলছে ম্যারাথন লকডাউন। যে লকডাউনের মাঝে ওয়েবসিরিজ দেখে সময় কাটাচ্ছেন সিনেপ্রেমীরা। এর মাঝে যত বিতর্ক পাতাললোকে!

ওয়েব দুনিয়ায় অনুষ্কা

অ্যামাজন প্রাইমে পাতাললোক ওয়েব সিরিজ দিয়ে ওয়েব দুনিয়ায় প্রযোজক হিসেবে পা রেখেছেন অনুষ্কা শর্মা। এর আগে সিনেমা প্রযোজনা করলেও ওয়েব সিরিজ এই প্রথম।

নেটিজেনদের মনে ধরেছে পাতাললোক

লকডাউনের মাঝে ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার পর থেকে অনুষ্কার প্রযোজিত পাতাললোক নিয়ে মুখে মুখে চর্চা শুরু। অভিনয় থেকে ক্যামেরা, লোকেশন, কাস্টিং সব নিয়েই প্রশংসা হচ্ছে।

বির্তকেও পাতাললোক

ওয়েব সিরিজটি নিয়ে এত আলোচানার মাঝেই অনুষ্কা শর্মার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। সেই নিয়ে গত দুদিন ধরে বিতর্ক তুঙ্গে।

কেন অভিযোগ

উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার প্রযোজক অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওয়েব সিরিজে অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

কোথায় ছবি ব্যবহার করা হয়

ওয়েব সিরিজে গাজিয়াবাদের ইউপি গেটের উদ্বোধনের একটি দৃশ্যের ছবি খবরের কাগজে প্রকাশ পেয়েছে দেখানো হয়েছে। যেখানে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজারের ছবি পেপার কাটআউটকে দেখানো হয়েছে।

যোগীর ছবি

যোগী আদিত্যনাথ সহ আরও বেশকিছু বিজেপি নেতার ছবিও ঐ সংবাদপত্রের কাটআউট ছবিতে ব্যবহার রয়েছে।

ধর্ম নিয়ে ভুল বার্তা!

অনুমতি ছাড়া ছবি দেখানোর পাশাপাশি পাতাললোক ওয়েবসিরিজে সনাতন ধর্মকে আঘাত ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি নিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গুরজার। '

অনুষ্কাকে ডিভোর্স দিক বিরাট

পাতাললোক ওয়েব সিরিজটি নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন নন্দকিশোর গুরজার। যেখানে সিবিআই মিথ্যে কেস সাজায়, সবাইকে পাকিস্তানি চিহ্নিত করে কেস সাজায় এমন দেখিয়ে সমাজ ও দেশকে অপমান করা হয়েছে বলে বিজেপি নেতা অভিযোগ করেছেন। সেই সঙ্গে সিরিজে হিন্দু-মুসলিমের মধ্যে দাঙ্গা দেখানো হয়েছে বলে তাঁর অভিযোগ। সঙ্গে তিনি জুড়েছেন বিরাট দেশের জন্য খেলে, দেশদ্রোহী এই ওয়েব সিরিজ দেখে অনুষ্কাকে অবিলম্বে কোহলির ডিভোর্স দেওয়া উচিত বলে আপত্তিকর মন্তব্য করেছেন গুরজার।

অধিনায়ক বিরাটের থেকে ঠিক কতটা সাহায্য পেয়েছেন, জানালেন এই তরুণ ব্যাটসম্যানঅধিনায়ক বিরাটের থেকে ঠিক কতটা সাহায্য পেয়েছেন, জানালেন এই তরুণ ব্যাটসম্যান

English summary
BJP Leader Nandkishor Gurjar Wants Virat Kohli To Divorce Anushka Sharma For Pataal Lok Controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X