For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্ল্যাক লাইভস ম্যাটারস': জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সৌরভের পর এবার প্রতিক্রিয়া দিলেন সচিন

'ব্ল্যাক লাইভস ম্যাটারস': জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়ায় কী লিখলেন সচিন

  • |
Google Oneindia Bengali News

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষাঙ্গ অভিযুক্তের মর্মান্তিক মৃত্যু। গলায় হাঁটু চেপে রেখে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে খুনের ভিডিও ভাইরাল হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিবাদ। আমেরিকায় শুরু হওয়া 'ব্ল্যাক লাইভস ম্যাটারস' আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। ক্রিকেট জগত থেকে ফুটবল-টেনিস দুনিয়া, বলিউড থেকে হলিউডের বিশিষ্ট ব্য়ক্তিরা এই আন্দোলনে সামিল হয়ে নিজের বক্তব্য রেখেছেন। এবার প্রতিক্রিয়া দিলেন সচিন তেন্ডুলকর।

 ক্রিকেটঈশ্বরের প্রতিক্রিয়া

ক্রিকেটঈশ্বরের প্রতিক্রিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা নিয়ে সচিন সরাসরি কোনও মন্তব্য করেননি। কিন্তু টুইট করে তিনি এই বর্ণবিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে জানিয়েছেন।

ম্যান্ডেলার উক্তি ধার করে সচিন যা বললেন

সেই সঙ্গে সচিন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রনেতা নেলসন ম্যান্ডেলার উক্তি ধার করে সচিন বলেন, 'খেলাধুলোই একমাত্র বৈষম্য দূর করতে পারে। খেলার মধ্যে দিয়ে বিশ্ববাসীকে একত্রিত করা সম্ভব।'

আইসিসির প্রতিক্রিয়া

প্রসঙ্গত শুক্রবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আইসিসি। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মুহূর্তের ভিডিও পোস্ট করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, 'বৈচিত্র্য ছাডা় ক্রিকেট সম্ভব নয়!' এই লেখার সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে কৃষ্ণাঙ্গ ক্রিকেটার জোফরা আর্চারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপার ওভারের ভিডিও পোস্ট করা হয়েছে।

প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভও

জর্জ ফ্লেয়েডের মৃত্যুর ঘটনায় ক্রিকেট জগত ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে।নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কালো রেখে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও প্রতিবাদ জানান।

English summary
#black live matters:Sachin Tendulkar give reaction on george floyd death, shares icc reaction video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X