For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৃষ্টিহীনদের পথ দেখালেন মাহি, দীপক মালিকের দারুণ লড়াই

দীপক মালিক দুরন্ত ইনিংস ১০৩ বলে ১৭৯ রান। দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এইরকম চমৎকার পারফরম্যান্স দীপকের।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দীপক মালিক দুরন্ত ইনিংস ১০৩ বলে ১৭৯ রান। দৃষ্টিহীণদের ক্রিকেট বিশ্বকাপের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এইরকম চমৎকার পারফরম্যান্স দীপকের। দিন কয়েক আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়েও বড় ভূমিকা নিয়েছিলেন দীপক।

দৃষ্টিহীণদের পথ দেখানে মাহি, দীপক মালিকের দারুণ লড়াই

[আরও পড়ুন:ভুবি -ইশান্ত লড়াই নয়, লড়াই ছিল অশ্বিন - ভুবির, চাঞ্চল্যকর তথ্য ][আরও পড়ুন:ভুবি -ইশান্ত লড়াই নয়, লড়াই ছিল অশ্বিন - ভুবির, চাঞ্চল্যকর তথ্য ]

ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠছেন তিনি। তবে এখনও অবধি আদৌ বহির্মুখী নন তিনি। ২৩ বছর বয়সী অলরাউন্টার জানিয়েছেন, 'ভারতীয় দলে ২০১৪ সালে প্রথম সুযোগ পাই। ওটাই আমার প্রথম সিরিজ ছিল, প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আমরা ওই সিরিজটা হেরেছিলাম, যা আমার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। আমি যখন ব্যাট করছিলাম তখন পাকিস্তানি সমর্থকরা খুব চিৎকার করছিল। আমি মারা-র সিদ্ধান্ত নিয়েছিলাম। আস্তে আস্তে চিৎকার থেমে গেল। '

হরিয়ানা থেকে আসা এই ক্রিকেটার ৮ বছর বয়সে বাজি পোড়ানোর সময় চোখ পুড়ে যায় তারপরেই দৃষ্টিহীন হয়ে পড়েন তারা। সেসময় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর বাবা-মা -ও বুঝতে পারছিলেন না তাঁকে নিয়ে কীভাবে পরিচালনা করবেন। এরপর প্রথমে ক্রিকেট ও পরে অ্যাথলেটিক্স বেছে নেন তিনি। নিজে স্টেট প্যারা অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন। ১০০-২০০ মিটারে মেডেলও জিতেছিলেন তিনি।

[আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকাতেও চলছে স্লেজিং, কোহলিকে চটাতে মরিয়া রাবাদা][আরও পড়ুন:দক্ষিণ আফ্রিকাতেও চলছে স্লেজিং, কোহলিকে চটাতে মরিয়া রাবাদা]

এই মুহূর্তে ভারতের জার্সি গায়ে ক্রিকেট খেললেও মালিক স্বপ্ন দেখেন আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে তিনি অংশগ্রহণ করবেন। তবে সেটা এখনই নয়। এখন তাঁর প্রথম লক্ষ্য দৃষ্টিহীন ক্রিকেটারদের বিশ্বকাপ জয় করা। তিনি জানিয়েছেন তাঁর কোচ তাঁকে সবসময় মোটিভেট করেন। তবে এছাড়াও একজন মোটিভেটর আছে তাঁর। তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি তাঁকে মোটিভেশানাল বার্তা পাঠান। এবার বিশ্বকাপের লডা়ইয়ের আগেও তাঁকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানিয়েছেন মাহি।

[আরও পড়ুন:অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পৃথ্বী, উঠতি তারকা-র ধামাল, চিনে নিন পৃথ্বীকে ][আরও পড়ুন:অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পৃথ্বী, উঠতি তারকা-র ধামাল, চিনে নিন পৃথ্বীকে ]

English summary
Blind Cricketer Dipak Malik draws his inspiration from Mahendra Singh Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X