For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনি যে সহজাত নেতা, ফের প্রমাণ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

১৪ বছর আগে ভারতীয় ক্রিকেটে ঘটে গিয়েছিল এক অবাঞ্ছিত ঘটনা। বিদেশি গ্রেগ চ্যাপেলের কলকাঠিতে সামিল হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ভারতের ক্রিকেট মানচিত্র থেকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

১৪ বছর আগে ভারতীয় ক্রিকেটে ঘটে গিয়েছিল এক অবাঞ্ছিত ঘটনা। বিদেশি গ্রেগ চ্যাপেলের কলকাঠিতে সামিল হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ভারতের ক্রিকেট মানচিত্র থেকে মুছে ফেলার চক্রান্ত করা হয়েছিল। মুখ ফিরিয়েছিল বিসিসিআই। সেদিনও স্বমহিমায় ফিরে এসেছিলেন মহারাজ। আবারও ফিরে এলেন তিনি। বিসিসিআই-র সভাপতি হয়ে তাদেরই সেই অবহেলার যোগ্য জবাব দিলেন বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রমাণ করলেন, নেতৃত্ব দেওয়ার গুন তাঁর সহজাত।

আচমকা অধিনায়কত্ব

আচমকা অধিনায়কত্ব

২০০০ সালের ম্যাচ ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের ব্যাটন আচমকাই তুলে দেওয়া হয়েছিল তরুণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। যে দায়িত্ব নিতে কেউ রাজি ছিলেন না, তিনি শক্ত হাতে তারই হাল ধরেন। যুবনীতি আমদানি করে ভারতীয় দলকে সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনেন বাংলার মহারাজ। তাঁর হাত ধরেই ভারতীয় দলে হরভজন সিং, বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান, এমএস ধোনি, ইরফান পাঠান, গৌতম গম্ভীরের মতো তারকা ক্রিকেটারদের ভারতীয় দলে আগমন ঘটে। মহারাজের নেতৃত্বেই ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছয় টিম ইন্ডিয়া। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নির্মাতাও সৌরভকেই ধরা হয়ে থাকে।

 বিদেশে সাফল্য

বিদেশে সাফল্য

ঘরের মাঠে সাফল্য যাই হোক, বিদেশে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বিরুদ্ধে তাদের মাঠে ল্যাজে-গোবরে হওয়া ছাড়া ভারতীয় ক্রিকেটারদের কাছে আর কোনও উপায় ছিল না। অধিনায়ক হয়ে সবার আগে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন ঘটান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই শক্তিতে ভর করে বিদেশেও টেস্ট জিতে দেখায় ভারত। টিম ইন্ডিয়াকে সমীহ করতে শুরু করে বিশ্ব। আপদকালীন অবস্থা থেকে ভারতীয় দলকে উদ্ধার করে দেশকে ২১টি টেস্ট জেতানো কী মুখের কথা।

চ্যাপেল অধ্যায়

চ্যাপেল অধ্যায়

২০০৫ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের কোচ করার জন্য মত দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কার্যক্ষেত্রে মহারাজের সঙ্গেই সংঘাতে জড়ান চ্যাপেল। সৌরভের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় বিসিসিআই-র অন্দরমহলেও। মহারাজকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। পরিবর্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বাছা হয় 'নরমপন্থী' রাহুল দ্রাবিড়কে। তাঁর নেতৃত্বে ২০০৭ সালের বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল ভারত। বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ফিরে আসা এবং অবসর

ফিরে আসা এবং অবসর

এত বড় অবাঞ্ছিত ঘটনার জবাব মুখে দেওয়া সমীচিন মনে করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দল থেকে বাদ পড়ার পর রাজার মতো ফের ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ২০০৭ সালে ফের ভারতীয় দলে ডাক পান মহারাজ। এরপরের এক বছর ৬১.৪৪-র গড়ে টেস্টে ১১০৬ রান করেন সৌরভ। তার মধ্যে তিনটি শতরান (একমাত্র দ্বিশতরান) ও চারটি অর্ধ শতরান আসে মহারাজের ব্যাট থেকে। ওয়ান ডে-তে ৪৪.২৮-র গড়ে ১২৪০ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে ৫৪-র গড়ে ৩২৪ রান এসেছিল সৌরভের ব্যাট থেকে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাজার মতো অবসর নিয়ে দেশের নির্বাচক তথা বিসিসিআই-কে উচিত জবাব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

দ্বিতীয় জবাব

দ্বিতীয় জবাব

ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানানোর পর অন্য ভূমিকায় দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেট প্রশাসক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেন বাংলার মহারাজ। ২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি নির্বাচিত হন সৌরভ। ২০১৯ সালে তিনি একই পদে পুনর্নির্বাচিত হন। বিসিসিআই-র সভাপতি হয়ে তাদেরই ১৪ বছর আগের অবহেলার যোগ্য জবাব দিলেন বাংলার মহারাজ। 'পোয়েটিক জাস্টিস' ছা়ড়া একে আর কী-ই বা বলা যায়।

কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ

টিম ইন্ডিয়ার ব্লেজার পরে নস্ট্যালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিসিসিআই সভাপতিটিম ইন্ডিয়ার ব্লেজার পরে নস্ট্যালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিসিসিআই সভাপতি

English summary
Born leader Sourav Ganguly in BCCI president chari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X