For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল হোক অক্টোবরে, পিছিয়ে যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ, মত নিউজিল্যান্ড লেজেন্ডের

আইপিএল হোক অক্টোবরে, পিছিয়ে যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ, মত নিউজিল্যান্ড লেজেন্ডের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে রয়েছে ক্রিকেট। বর্তমান পরিস্থিতিতে কী আদৌ আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, তা নিয়ে সমাধানের রাস্তা দেখালেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলাম।

মার্কিন ডলার

মার্কিন ডলার

বিশ্বের বাজার দাপিয়ে বেড়ানো ১ মার্কিন ডলারের দাম ভারতীয় মুদ্রায় ৬৭.৯৫ টাকা। মার্কিন ডলারের সবচেয়ে বড় নোট হল ১০০ ডলারের। যার দাম ভারতীয় নোটে ৬৭৯৫ টাকা।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজারেরও বেশি মানুষের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ সব ক্রিকেট খেলিয়ে দেশে মারণ ভাইরাসের প্রভাব ছড়িয়েছে। কার্যত সব দেশেই জারি রয়েছে লকডাউন।

ইউরো

ইউরো

ইউরোপীয় দেশগুলিতে লেনদেনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় ইউরোর। এক ইউরো সমান ভারতীয় মুদ্রায় ৭১.৯৩ টাকা। আর এর সবচেয়ে বড় নোট হল ৫০০ ইউরোর। যার ভারতীয় মুদ্রায় দাম হল ৩৫ হাজার ৯৬৫ টাকা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রথমে তা পিছিয়ে ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়। কিন্তু লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। বঈতমান পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইয়েন

ইয়েন

জাপানের নোটব্যবস্থায় সবচেয়ে বড় অঙ্কের নোট হল ১০ হাজার ইয়েনের। এর দাম ভারতীয় টাকায় ৫৮০০ টাকা। অর্থাৎ ১ জাপানি ইয়েনের মূল্য ভারতীয় মুদ্রায় ৫৮ পয়সা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলার কথা। করোনা ভাইরাসের জেরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায়, সেই সময়, সে দেশে এই টুর্নামেন্ট হবে কিনা সন্দেহ।

রবেল

রবেল

রাশিয়ার সবচেয়ে বড় নোট হল ৫০০০ রবেন। ভারতীয় মুদ্রায় ১ রবেলের দাম ১টাকা ১৪ পয়সা। অর্থাৎ ৫০০০ রবেলের দাম ভারতীয় মুদ্রায় ৫৭০২ টাকা।

কী বললেন ম্যাকুলাম

কী বললেন ম্যাকুলাম

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাকুলাম মনে করেন আইপিএল পিছিয়ে অক্টোবরে শুরু করা উচিত। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-র শুরুতে আয়োজন করা উচিত বলে মনে করেন ম্যাকুলাম।

পাউন্ড

পাউন্ড

যুক্তরাষ্ট্রে যেমন চলে ডলার, তেমনই যুক্তরাজ্য গ্রেট ব্রিটেনে চলে পাউন্ড। ইংল্যান্ডে নোট ব্যবস্থায় সবচেয়ে বড় নোট হল ৫০ পাউন্ডের। ১ পাউন্ডের দাম ৮৪ টাকার সামান্য বেশি। সেই হিসাবে ৫০ পাউন্ডের দাম ভারতীয় মুদ্রায় হবে ৪২০৫ টাকা।

ফাঁকা স্টেডিয়ামে 'না'

ফাঁকা স্টেডিয়ামে 'না'

ব্রেন্ডন ম্যাকুলামের কথায়, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যাপক পরিমাণ অর্থ উপার্যন হয় বিসিসিআই ও আইসিসি-র। এর ওপর পরোক্ষভাবে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং গ্রাউন্ড স্টাফদের ভবিষ্যত নির্ভর করে। দুই টুর্নামেন্ট ক্লোজড ডোর হলে বিশ্ব ক্রিকেট ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করেন কেকেআরের হেড কোচ।

রিয়াল

রিয়াল

ব্রাজিলের ১ রিয়ালের দাম ভারতীয় টাকায় ২১টাকা ২৫ পয়সা। আর সেদেশে সবচেয়ে বড় নোট ১০০ রিয়ালের। ফলে তার দাম ভারতীয় মুদ্রায় হবে ২১২৪ টাকা।

ইয়ুয়ান

ইয়ুয়ান

চিনের নোট ব্যবস্থায় সবচেয়ে বড় নোট হল ১০০ ইয়ুয়ানের। ভারতীয় মুদ্রায় ১ ইয়ুয়ানের দাম হল ৯টাকা ৮১ পয়সা। সেই হিসাবে ১০০ ইয়ুয়ানের দাম হল ৯৮০টাকা ৮৫ পয়সা।

টাকা

টাকা

ভারতে এতদিন ১ হাজারের নোট ছিল সবচেয়ে বড়। তবে গতবছরের নভেম্বরে ১ হাজারের পাশাপাশি ৫০০ টাকার নোটও বাতিল করে দেওয়া হয়। পরে ২ হাজারের নোট বাজারে ছাড়া হয়েছে। আপাতত সেটাই দেশের নোট ব্যবস্থায় সবচেয়ে বড় অঙ্কের নোট।

English summary
Brendon McCullum speaks about the possibility of IPL 2020 and T20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X