For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বরে কোন মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবেন বিরাটরা?

ডিসেম্বরে কোন মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবেন বিরাটরা?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে রয়েছে ক্রিকেট। স্থগিত হয়ে রয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এত অনিশ্চয়তার মধ্যে ডিসেম্বরে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর নিয়ে কিন্তু আশাবাদী দুই দেশের ক্রিকেট বোর্ড। শুক্রবার সেই সিরিজের সূচি প্রকাশ করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার আগে কী আভাস পাওয়া গেল, তা দেখে নেওয়া যাক।

নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)

নরেন্দ্র মোদী (প্রধানমন্ত্রী)

সবার স্বপ্ন পূরণ করার পদক্ষেপ এই বাজেটে স্পষ্ট। অর্থমন্ত্রী উত্তম বাজেট পেশ করেছেন, এর ফলে দরিদ্রদের ক্ষমতা বাড়বে। সাধারণ বাজেট ও রেল বাজেট যুক্ত করায় পরিবহন ক্ষেত্রে বৃদ্ধি হবে।

কৃষকদের আয় দ্বিগুন করা সরকারের লক্ষ্য। কৃষক, গ্রাম, গরীব, দলিত, পীড়িত, শোষিতদের বাজেটের কেন্দ্রে রাখা হয়েছে। এই বাজেট থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য হবে।[সবার স্বপ্ন সফল হবে এই বাজেটে, বলেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী]

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৫৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চার হাজার মানুষের। অন্যদিকে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন একশোরও বেশি মানুষ।

রাহুল গান্ধী (কংগ্রেস সহ-সভাপতি)

রাহুল গান্ধী (কংগ্রেস সহ-সভাপতি)

শের ও শায়েরির বাজেট এটা, কৃষকদের জন্য কিছুই করা হয়নি, যুবসমাজের জন্য কিছুই করা হয়নি। আমরা বিশাল আতশবাজির প্রত্যাশা করেছিলাম কিন্তু এতো ভিজে পটকা। স্বচ্ছ্ব রাজনীতির জন্য কোনও পদক্ষেপ নেওয়া হলে আমরা নিশ্চই সমর্থন করব।[সাধারণ বাজেট ২০১৭: কর্মসংস্থান নিয়ে কী কী ঘোষণা হল ?]

বন্ধ ক্রিকেটে

বন্ধ ক্রিকেটে

করোনা ভাইরাসের জেরে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও অস্ট্রেলিয়ায় এখনও সবকিছু স্বাভাবিক হয়নি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেদেশে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস)

মমতা বন্দ্যোপাধ্যায় (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস)

এবারের বাজেট পেশ তো বিতর্কিত ছিলই, তা আরও বিতর্কিত হল আজ।[বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে]

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

এই কঠিন পরিস্থিতিতেও আগামী ডিসেম্বরে তাদের দেশে গিয়ে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলার জন্য টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে বিসিসিআই-র সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিয়মিত কথা হচ্ছে বলেও জানানো হয়েছে। শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের সূচি ঘোষণা করা হবে। তার আগে এ সংক্রান্ত এক আভাস পাওয়া গিয়েছে।

অমিত শাহ (বিজেপি)

অমিত শাহ (বিজেপি)

এই বাজেট মহিলাদের জন্য, দরিদ্র মানুষের পক্ষের বাজেট। রাজনীতিতে স্বচ্ছতা আনার যে প্রতিশ্রুতি ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন তা পালন করেছেন তিনি।[বাজেট ২০১৭ : আয়কর ছাড় সংক্রান্ত যে সিদ্ধান্তের ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক]

সম্ভাব্য সূচি

সম্ভাব্য সূচি

এখনও পর্যন্ত যা খবর, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেন্বর শুরু হবে এই ম্যাচ। ১১ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। এটি দিন-রাতের টেস্ট বলে মনে করা হচ্ছে। তৃতীয় তথা বক্সিং ডে-র টেস্ট হবে মেলবোর্নে। রীতি মেনে শেষ তথা নতুন বছরের টেস্ট ম্যাচ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে বলে জানানো হয়েছে।

মল্লিকার্জুন খারগে(কংগ্রেস)

মল্লিকার্জুন খারগে(কংগ্রেস)

রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে যুক্ত করায় ওর অস্তিত্বই শেষ হয়ে গিয়েছে। বড় মাছ, ছোট মাছকে খেয়ে নিয়েছে।[সাধারণ বাজেট: কী কী পেল প্রতিরক্ষা ক্ষেত্র? ]

২০১৮-তে সিরিজ জয়

২০১৮-তে সিরিজ জয়

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। অজিদের জমিতে সেই প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। যদিও এখনও ব্রিসবনের গাবা-তে কোনও টেস্ট জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ১৯৮৮ সালের পর এই মাঠে কোনও টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। বিরাট কোহলিরা সেই হিসেব এবার ওলোট-পালোট করে দিতে পারেন কিনা, সেটাই দেখার।

নীতিন গড়কড়ি (বিজেপি)

নীতিন গড়কড়ি (বিজেপি)

এই বাজেট আমাদের অর্থনীতিকে এক নম্বরে নিয়ে যাবে। এই বাজেট রাজনীতিতে স্বচ্ছতা আনবে। এই পরিবর্তন যুগান্তকারী।[বাজেট ২০১৭ : নোট বাতিল প্রসঙ্গে যা যা বললেন অরুণ জেটলি!]

উদ্ধভ ঠাকরে (শিব সেনা)

উদ্ধভ ঠাকরে (শিব সেনা)

প্রত্যেক বছর বাজের পেশ করার প্রয়োজন কী? আগের বছর যে ঘোষণা করা হয়েছিল, তার অগ্রগতি নিয়ে কিছু কেন বলা হল না।[Budget 2017 গুরুত্বপূর্ণ অংশগুলি জেনে নিন একনজরে]

সোনালি জেটলি (অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে)

সোনালি জেটলি (অর্থমন্ত্রী অরুণ জেটলির মেয়ে)

এই বাজেট অত্যন্ত ভাল বাজেট। দক্ষ উন্নয়নের উপর নজর দেওয়া হয়েছে। মহিলাদের পক্ষে অনেককিছু রয়েছে বাজেটে[রেল নিয়ে কী রইল সাধারণ বাজেটে?]

রেণুকা চৌধুরি (কংগ্রেস)

রেণুকা চৌধুরি (কংগ্রেস)

প্রতিরক্ষার জন্য কিছুই নেই। উত্তরপ্রদেশ নির্বাচনে কীভাবে লড়বেন ওরা? ওরা কী অনুদান চেকে পান নাকি ডিজিটাল পেমেন্টে টাকা পান?[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]

ভারতীয় দলে ওপেনিং পার্টনারদের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা স্ত্রীয়ের মতো, কেন বললেন ধাওয়ানভারতীয় দলে ওপেনিং পার্টনারদের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটা স্ত্রীয়ের মতো, কেন বললেন ধাওয়ান

English summary
Brisbane will host opening test if India vs Australia test series goes ahead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X