For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল সাফল্যে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ এসেছে!এই ভুল ভাঙিয়ে কী জানালেন বুমরাহ

আইপিএল সাফল্যে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ এসেছে!এই ভুল ভাঙিয়ে কী জানালেন বুমরাহ

  • |
Google Oneindia Bengali News

আইপিএল থেকে সাফল্য পেতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। জসপ্রীত বুমরাহকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এমন প্রচলিত ধারণা রয়েছে। নিজেকে নিয়ে সেই মিথ ভাঙলেন বুমরাহ।

বুমরাহের বক্তব্য

বুমরাহের বক্তব্য

বুমরাহ বলেছেন, 'ভারতীয় ক্রিকেটে প্রচলিত ধারণা, আইপিএলে ভাল খেললে জাতীয় দলের দরজা খুলে যায়। আমার ক্ষেত্রেও এই ধারণা রয়েছে। এটা ঠিক যে আইপিএল আমায় নিজের যোগ্যতা প্রমাণের দারুণ সুযোগ করে দিয়েছে। আমি আইপিএল দিয়েই পরিচিতি তৈরি করতে পেরেছি। কিন্তু আইপিএল সাফল্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছি! এটা বললে কিছুটা ভুল বলা হবে।'

যুবির ক্রিকেট আড্ডায় ভুল ভাঙালেন বুমরাহ

যুবির ক্রিকেট আড্ডায় ভুল ভাঙালেন বুমরাহ

জাতীয় দলের তারকা পেসার তাঁর সম্পর্কে চালু ধারণা নিজেই ভেঙে যুবরাজ সিংহের সঙ্গে ইনস্টাগ্রামে ঘরোয়া ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার জন্যেও পথ দেখিয়েছে জানালেন।

কীভাবে বুমরাহের জাতীয় দলে ডাক এল

কীভাবে বুমরাহের জাতীয় দলে ডাক এল

বুমরাহ বলেছেন, ' ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম খেলি। তবে মুম্বই ইন্ডিয়ান্সে আমি কিন্তু নিয়মিত ক্রিকেটার ছিলাম না। বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্টে অন্যদিকে আমি ধারাবাহিকভাবে ভাল খেলে চলায় ২০১৬ সালে জাতীয় দলে আমি ডাক পাই। ২০১৮ সাল থেকে পরে টেস্ট ক্রিকেটে খেলছি।'

বুমারহের আইপিএল অভিষেক

বুমারহের আইপিএল অভিষেক

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলে আত্মপ্রকাশ করেন। অদ্ভূত বোলিংয়ে আরসিবির তিন উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ। সেই তালিকায়ে বিরাট কোহলির উইকেট ছিল।

করোনা ভাইরাসের বিরুদ্ধে কলকাতা পুলিশের লড়াইকে মহারাজের কুর্নিশ, জবাব সিপি-রকরোনা ভাইরাসের বিরুদ্ধে কলকাতা পুলিশের লড়াইকে মহারাজের কুর্নিশ, জবাব সিপি-র

English summary
Bumrah broke myth that he got chance in international cricket after ipl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X