For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএবিতে করোনা থাবা, কত দিন বন্ধ থাকছে ইডেন

সিএবিতে করোনা থাবা, কত দিন বন্ধ থাকছে ইডেন

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাঁপছে ভারত। দেশজুড়ে প্রতিদিন ভাইরাসে সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার সিএবিতে করোনা থাবা। যেকারণে ৭ দিন ধরে বন্ধ থাকতে চলেছে ইডেন।

সিএবিতে কোন বিভাগে করোনা হানা

সিএবিতে কোন বিভাগে করোনা হানা

সিএবিতে ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অস্থায়ী কর্মী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। করোনা উপসর্গের সময়ে ইডেনে না এলেও অসুস্থ হওয়ার আগে তিনি নিয়মিত কাজ করে গিয়েছেন। সেকারণেই কোন ঝুঁকি না নিয়ে আপতত সিএবি এক সপ্তাহ বন্ধ থাকতে চলেছে।

শনিবার রিপোর্ট আসতে সিএবি বন্ধ রাখার নির্দেশ

শনিবার রিপোর্ট আসতে সিএবি বন্ধ রাখার নির্দেশ

সিএবির ঐ কর্মচারী এখন শহরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার তাঁর করোনা রিপোর্ট এসেছে। রিপোর্টে তিনি করোনা পসিটিভ হওয়ার কারণে সাত দিন ইডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএবি প্রেসিডেন্ট যা বললেন

সিএবি প্রেসিডেন্ট যা বললেন

সিএবি প্রেডিসেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, 'আম্ফান বিপর্যয়ের পর সিএবিতে কিছু মেরামতির কাজের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ঐ কর্মচারী এসেছিলেন। তবে করোনা আক্রান্ত কর্মচারী ১০ দিন আগে ইডেনে আসেন। কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ইডেনের বিল্ডিংগুলি জীবাণুমুক্ত করার পর ফের কাজ শুরু হবে। '

করোনায় বাংলা দলের নির্বাচকও আক্রান্ত হন

করোনায় বাংলা দলের নির্বাচকও আক্রান্ত হন

সিএবিতে এই নিয়ে দ্বিতীয়বার করোনা থাবা। এর আগে রঞ্জি জয়ী ক্রিকেটার ও বাংলা সিনিয়ার ক্রিকেট দলের নির্বাচক সাগরময় সেন শর্মা করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে এখন তিনি বাড়ি ফিরে এসেছেন।

English summary
Cab employee tested corona Covid-19 positive, eden gardens will stay close for 7 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X