For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে বিশ্বকাপার রিচা ঘোষদের অনলাইন ক্লাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

লকডাউনে বাংলার মহিলা ক্রিকেটারদের অনলাইন ক্লাস নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে স্তব্ধ হয়ে রয়েছে ক্রিকেট। এই পরিস্থিতিতে ঘরবন্দি অবস্থায় থাকা রাজ্যের মহিলা ক্রিকেটারদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ক্লাস নিলেন বাংলা তথা ভারতীয় দলের হয়ে খেলা প্রাক্তন ক্রিকেটার।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার মানুষের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৮০০। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫০০-তে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় একশো জন।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় গোটা মে মাস তো বটেই, জুনেও লকডাউন জারি থাকবে বলে মনে করা হচ্ছে। দেশে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল সহ সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট। ঘরবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস

লকডাউনে ঘরে আটকা পড়ে থাকা রাজ্যের মহিলা ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও বাংলার মহিলা দলের কোচ শিবশংকর পালের উদ্যোগে এই অনলাইন ক্লাস চালু করা হয়। ক্লাস নেন বাংলা তথা ভারতের প্রাক্তন উইকেটরক্ষক দীপ দাশগুপ্ত। ক্লাসে অংশ নেন বাংলা তথা ভারতীয় মহলা ক্রিকেট দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। তবে ছিলেন না বাংলা তথা ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন ঝুলন গোস্বামী।

কী বললেন দীপ

কী বললেন দীপ

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার প্রস্তাবে সাড়া দিয়ে তিনি এই অনলাইন ক্লাস নিয়েছেন বলে জানিয়েছেন দীপ দাশগুপ্ত। বাংলার মহিলা ক্রিকেটাররা মানসিক ভাবে যথেষ্টই চাঙা রয়েছেন বলেও জানিয়েছেন দীপ। সবার সব প্রশ্নের তিনি যথাযথ উত্তর দিতে পেরেছেন বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক।

লক্ষ্মণের ক্লাস

লক্ষ্মণের ক্লাস

এর আগে বাংলার পুরুষ ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে অনলাইনে কথোপকথন সেরেছিলেন লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। লকডাউন পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য কীভাবে নিজেদের তৈরি করবেন বাংলার ব্যাটসম্যানরা, তা নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিয়েছিলেন ভেরি ভেরি স্পেশাল।

English summary
CAB hosted online classes for the women cricketers of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X