For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানে বিদ্যুৎ বিপর্যয়, জল কষ্টে মাঠকর্মীরা, সাহায্যে এগিয়ে এল সিএবি

আম্ফানে বিদ্যুৎ বিপর্যয়, জল কষ্টে মাঠকর্মীরা, সাহায্যে এগিয়ে এল সিএবি

  • |
Google Oneindia Bengali News

আম্ফানে লণ্ডভণ্ড তিলোত্তমা! উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ক্ষয়ক্ষতি। অনেক জায়গায় এখনও উপড়ে পড়া গাছ সরানো যায়নি। শহরের এখনও অনেক জায়গায় বৈদ্যুৎ বিভ্রাটও ঠিক হয়নি। অধৈর্য্য হয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন, তাঁদের ধৈর্য ধরার বার্তা দিচ্ছেন সৃজিৎ-প্রিয়াঙ্কার মতো সেলেবরা। অন্যদিক আম্ফান বিপর্যয়ে জলকষ্টও শুরু হয়েছে। আম্ফান দুর্যোগের পর ময়দানের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মেটাতে এবার আসরে নামলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

স্তব্ধ ময়দান

স্তব্ধ ময়দান

একদিনে করোনা আতঙ্কে দেশে ম্যারাথন লকডাউন। ৩১ মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে। তার মাঝেই বুধবার পশ্চিমবঙ্গে আম্ফান বিপর্যয়। ঝড়ের দাপটে কলকাতা ময়দান চত্বর এখন স্তব্ধ। ময়দানে একের পর এক গাছ পড়েছে।

আম্ফানে ময়দানের ক্ষতি

আম্ফানে ময়দানের ক্ষতি

ময়দানের বুকে দাঁড়িয়ে থাকা ক্রিকেটের নন্দনকানন ইডেনের বেশ কয়েকটি ব্লকের গ্যালারির ছাউনি ক্ষতিগ্রস্থ, স্টেডিয়ামের ভিতরের কিছু কাঁচ ও স্টেডিয়ামের বাইরে ১৩ নম্বর গেটের সামনে গাছ উপড়ে পড়ায় পাঁচিল ভেঙ্গেছে। অল্প ক্ষতির উপর দিয়ে বেঁচে গিয়েছে ইডেন। তবে ময়দানে চত্বরে দাঁড়িয়ে থাকা ফুটবল ক্লাবগুলি কিন্তু বেশ ক্ষতিগ্রস্থ।

জল সঙ্কট

জল সঙ্কট

ময়দানের বিভিন্ন প্রান্তে একের পর এক বড় বড় গাছ ভেঙে পড়েছে। সেই সঙ্গে আম্ফানে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় শহর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও এই বিপর্যয়ে জল সঙ্কট দেখা দিয়েছে।

সাহায্যের হাত বাড়িয়ে দিল সিএবি

সাহায্যের হাত বাড়িয়ে দিল সিএবি

ময়দানের বিভিন্ন ক্লাবের মাঠ কর্মীদের এই জলসংকটে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া পাশে দাঁড়ান। সিএবি প্রেসিডেন্টের উদ্যোগে রাজস্থান ক্লাবের তরফ থেকে প্রতিটা ক্লাবের মাঠকর্মীদের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়।

English summary
Cab president abhishek dalmia help maidan groundsman during amphan cyclone damage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X