For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট না পেয়ে ইডেনের সামনে লাইফ মেম্বারদের বিক্ষোভ

তিলোত্তমায় দিন রাতের টেস্ট ঘিরে টিকিটের হাহাকার। এদিন সকালে বিসিসিআই প্রেসিডেন্ট গোলাপি বলে ভারত-বাংলাদেশের দিন রাতের ইডেন টেস্টের প্রথম চার দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে ঘোষণা করেন।

  • |
Google Oneindia Bengali News

তিলোত্তমায় দিন রাতের টেস্ট ঘিরে টিকিটের হাহাকার। এদিন সকালে বিসিসিআই প্রেসিডেন্ট গোলাপি বলে ভারত-বাংলাদেশের দিন রাতের ইডেন টেস্টের প্রথম চার দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে ঘোষণা করেন। ভারতীয় দল প্রথম চার দিন দর্শকে ঠাঁসা গ্যালারির সামনে ম্যাচ খেলবেন বলে উল্লেখ করেন সৌরভ। পঞ্চম দিনের টিকিটও শীঘ্রই সোল্ড আউট হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরই মধ্যে এদিন দুপুরে ঐতিহাসিক টেস্টের টিকিট না পেয়ে ইডেনের সামনে লাইফ মেম্বার সদস্যদের বিক্ষোভ শুরু হয়।

টিকিট না পেয়ে ইডেনের সামনে লাইফ মেম্বারদের বিক্ষোভ

ইডেনের বাইরে বিক্ষোভে দাঁড়ানো সিএবি'র লাইফ মেম্বারদের অভিযোগ, মেম্বারশিপ কার্ড থাকলেও সবাই টিকিট পাননি। বুধবার সকাল এগারোটায় তাঁদের নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বললে ও শেষ পর্যন্ত দিন রাতের টেস্টের টিকিট না পেয়ে তারা হতাশ।

অন্যদিকে ইডেন জুড়ে এখন উৎসবের আবহ। ময়দান চত্বর থেকে শহরের বিভন্ন প্রান্ত গোলাপি আলোয় মুড়ে ফেলা হয়েছে। গঙ্গাবক্ষে ফেরিতে গোলাপি আলোর পাশাপাশি শহিদ মিনার, শহরের সর্বোচ্চ বহুতম শহীদ মিনারকে গোলাপি আলোয় রাঙিয়ে তোলা হয়েছে।

গোলাপি বলকে ঘিরে উৎসব যাতে দীর্ঘায়িত হয়, সেই নিয়ে ভাবনায় সিএবি। ম্যাচ যাতে চার থেকে পাঁচ দিনে গড়ায় তার পক্ষে সবাই। সেকারণেই এদিন পিচের ঘাসও কিছুটা ছাঁটা হয়েছে। গোলাপি টেস্টে ইডেন স্পোর্টিং ক্রিকেট উপহার দেবে বলে কিউরেটর সূজন মুখোপাধ্যায় জানিয়েছেন। এদিন সকালে প্রস্তুতি সারে বাংলাদেশ দল। পরে বিরাটরা অনুশীলন করে।

English summary
CAB'S Life members protest infront of eden for tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X