For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ কেপটাউনে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

টি২০ সিরিজে আর মাত্র ১৫৬ রান করলেই বিরাট কোনও একটি ট্যুরে ১ হাজার রান করে ছুঁয়ে ফেলবেন ভিভ রিচার্ডসকে। তাই শেষ টি২০ ম্যাচে কোহলিকে ১২৯ রান করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

একদিনের সিরিজে বিরাট কোহলি অনবদ্য খেলেছেন। ৬টি ম্যাচে মোট ৫৫৮ রান করেছেন। যা দ্বিদলীয় সিরিজে কোনও ব্যাটসম্যানের করা সর্বোচ্চ। টেস্ট সিরিজেও কোহলি করেছেন ২৮৬ রান। ফলে টি২০ সিরিজে আর মাত্র ১৫৬ রান করলেই বিরাট কোনও একটি ট্যুরে ১ হাজার রান করে ছুঁয়ে ফেলবেন ভিভ রিচার্ডসকে।

আজ কেপটাউনে নয়া ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

টি২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে কোহলি নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেননি। প্রথম ম্যাচে ভালো শুরু করেছিলেন। তবে রোহিত শর্মার ভুলে রান আউট হয়ে ২৬ রানে ফিরে যান। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে মাত্র ১ রান করেন। ফলে এই সিরিজে ভিভকে ছুঁতে গেলে শেষ টি২০ ম্যাচে কোহলিকে ১২৯ রান করতে হবে।

কোহলির মতো ব্যাটসম্যানের কাছে এটা খুব একটা অসাধ্য কিছু নয়। যদি ভারত প্রথমে ব্যাট করে ও কোহলি তাড়াতাড়ি নেমে পড়তে পারেন তাহলে অসম্ভব নয়।

১৯৭৬ সালে স্যর ভিভ রিচার্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্ট ও তিনটি একদিনের ম্যাচে ১০৪৫ রান করেন। ১৯৩০ সালে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের কাছেও সুযোগ ছিল অ্যাসেজ সিরিজে একটি সম্পূর্ণ সিরিজে ১ হাজার রান করার। তবে তিনি ২৬ রান কম করেন। এখন দেখার কিং কোহলি সেই রেকর্ড ভাঙতে পারেন কিনা।

English summary
South Africa vs India 2018 3rd T20, Can Virat Kohli equals Viv Richards record at Capetown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X