For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার ঘটনার পর অযোগ্য ইমরান! মুখ ঢেকে অভিনব প্রতিবাদ ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায়

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার প্রতিবাদে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের উপর জঘন্য আক্রমণের প্রতিবাদে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া। শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের রেস্তোরাঁয় থাকা পাকিস্তানি প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের প্রতিকৃতি ঢেকে দেওয়া হল। সিসিআই-এর মতে ইমরান কিংবদন্তি ক্রিকেটার হতে পারেন, কিন্তু এই ঘটনার পর সিসিআইতে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন।

পুলওয়ামার ঘটনার অভিনব প্রতিবাদে সিসিআই

সিসিআই, বিসিসিআই-এর অনুমোদিত ভারতের সবচেয়ে অভিজাত ক্রিকেট ক্লাব। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামেই অবস্থিত এই ক্লাব। রেস্তোরাঁসহ সম্পূর্ণ ক্লাব চত্ত্বরের দেওয়ালেই সর্বকালের সেরা ক্রিকেটারদের ছবি রয়েছে। রেস্তোরাঁর দেওয়ালে কপিরল দেবের পাশেই ছিল একসময়ের সেরা অলরাউন্ডার ইমরান খানের ছবি। শনিবার, সাদা কাপড়ে সেই ছবিটি ঢেকে দেওয়া হয়।

সিসিআই-এর প্রেসিডেন প্রেমল উদানি জানিয়েছেন, তাঁদের মতো করে পুলওয়ামায় ঘটনার প্রতিক্রিয়া জানাতেই সিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ছবিটি আপাতত ঢেকে রাখা হলেও চিরতরে তা সিসিআই-এর দেওয়াল থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা এখনও ঠিক হয়নি।

ব্রেবোর্ন স্টেডিয়ামে ক্রিকেট জীবনে দুইবার খেলেছিলেন ইমরান। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান প্রদর্শনী ম্য়াচে খেলেন। এরপর ১৯৮৯ সালে নেহরু কাপে এই মাঠে ইমরানের নেতৃত্বেই পাকিস্তান দল ওয়েস্টইন্ডিজকে পরাজিত করেছিল।

English summary
To protest the Pulwama terror attack, the Cricket Club of India have taken an unprecedented decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X