For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে দিন-রাতের টেস্টে মমতার পাশে অমিত! বিস্তারিত জেনে নিন

ইডেনে দিন-রাতের টেস্ট দেখতে আসতে পারেন অমিত শাহ, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

২২ নভেম্বর দেশের প্রথম দিন-রাতের টেস্টের আসর বসতে চলেছে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। ম্য়াচ ঘিরে ফুটছে গোটা দেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে গোলাপি বলের টেস্ট ঠিক কেমন হবে, তা জানতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। ঠিক তখনই সেই টেস্ট চলাকালীন ইডেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উপস্থিতির খবর, উন্মাদনায় বাড়তি পালক যোগ করতে চলেছে বলা চলে।

টেস্টের উদ্বোধনে থাকবেন অমিত

টেস্টের উদ্বোধনে থাকবেন অমিত

প্রথম ঠিক ছিল যে ২২ নভেম্বর অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে দিন-রাতের টেস্টের উদ্বোধনী দিনে ইডেন গার্ডেন্সে উপস্থিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সিএবি সূত্রে খবর, কোনও কারণে সেদিন কলকাতায় থাকতে নাও পারেন প্রধানমন্ত্রী। পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ইডেনে থাকতে পারেন বলে জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সচিব অভিষেক ডালমিয়া। উল্লেখ্য, অমিত শাহের পুত্র জয় শাহ বিসিসিআই-র সচিব পদে আসীন।

থাকবেন হাসিনা-মমতা

থাকবেন হাসিনা-মমতা

ঐতিহাসিক দিন-রাতের টেস্টের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন গার্ডেন্সে উপস্থিত থাকবেন বলে সিএবি-র তরফে জানানো হয়েছে। তাঁরা একসঙ্গে ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করবেন বলা জানানো হয়েছে।

সচিনের ভাষণ

সচিনের ভাষণ

২২ নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্সে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে মাইক হাতে বক্তব্য রাখতে দেখা যেতে পারে বলে সিএবি সূত্রে খবর। বক্তব্য রাখতে পারেন ভারতীয় ক্রিকেটের সব প্রাক্তন অধিনায়করাও। তাঁদের একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ করে দেওয়া হতে পারে বলে খবর।

স্মরণে ২০০১

স্মরণে ২০০১

২০০১ সালে ইডেন গার্ডেন্সেই স্টিভ ওয়া নেতৃত্বাধীন দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই টেস্ট ম্যাচে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের মধ্যে ঐতিহাসিক পার্টনারশিপ হয়েছিল। ২২ নভেম্বর ইডেনে এক কথোপকথন সেই টেস্টের স্মৃতি ফিরিয়ে আনতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলে।

English summary
Central minister Amit Shah may attend day-night test in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X