For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অশ্বিন-জাদেজা জুটির বিকল্প নেই' , জানালেন এই ভারতীয় ক্রিকেটার

বল হাতে চমৎকার পারফরম্যান্স যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের , টিম ইন্ডিয়াকে ভরসা যোগাচ্ছেন তাঁরা

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রবিবার বিশাখাপত্তনমেও ভারতীয় দলের ম্যাজিক। দুরন্ত পারফরম্যান্সে-র জেরে সিরিজ পকেটে পুড়ে নিয়েছে। তারওপর যেভাবে পারফরম্যান্স দিয়েছেন চাহাল, কুলদীপ, ধাওয়ানরা তাতে ফের একবার তাদের প্রশংসায় মজে সকলে।

'অশ্বিন-জাদেজা জুটির বিকল্প নেই' , জানালেন এই ভারতীয় ক্রিকেটার

৩ টি করে উইকেট পেয়েছেন কুলদীপ এবং চাহাল। এখন সীমায়িত ক্রিকেটে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এই দুই স্পিনারকে খেলাচ্ছে। বিশ্রামে রাখছে তাঁদের প্রধান স্পিনিং অ্যাটাক রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। কিন্তু এই দুই তরুণ যেভাবে দায়িত্ব নিয়ে পালন করছেন,তাতে স্বাভাবিকভাবেই এই দুই প্রধান সিনিয়র স্পিনারের সঙ্গে তুলনা চলে আসছে।

তবে এখনি এই তুলনা চাননা চাহাল। তিনি জানিয়েছেন ঠিক কীভাবে বাজিমাত হয়েছিল। তিনি বলেছেন , 'শ্রীলঙ্কা চাপে ছিল, আমাদের উইকেট নিতে হত, আমরা একটা স্লিপ রেখেছিলাম, উইকেট স্পিনের সহায়ক ছিল। এই ধরণের পিচে নিরোসান ডিকওয়ালা যেভাবে খেলছিল তাতে ওখানে স্লিপ না রাখলে বাউন্ডারি আটকানো যেত না। ও আগের ম্যাচেও তাই করেছে। রোহিত শর্মা আমাদের ভয়হীণ ভাবে বল করতে বলেছিল। বেশি জায়গা নিয়ে বল করাই ছিল লক্ষ্য। '

এদিকে দক্ষিণ আফ্রিকা য় ভারতের চ্যালেঞ্জ বড় হতে চলেছে। সেখানে ৩টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। চাহাল আন্দাজ দিয়েছেন, ঠিক কী হতে চলেছে দক্ষিণ আফ্রিকার পিচ। তিনি বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার পিচ ভালো ও ফ্ল্যাট হবে পাশাপাশি থাকবে একস্ট্রা বাউন্স। ওটা একটা বাড়তি পয়েন্ট, টি-টোয়েন্টি সিরিজের পর আমাদের একমাসের ব্রেক থাকবে। তখন আমরা ওই ধরণের পিচে অনুশীলন সারব। আমি ভারতীয় -এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলেছি। কিন্তু প্রধান ভ্যেনুতে কখনো খেলিনি। এবার সেই সুযোগ পাব। '

'অশ্বিন-জাদেজা জুটির বিকল্প নেই' , জানালেন এই ভারতীয় ক্রিকেটার

টেস্টে খেলার স্বপ্ন খুব দ্রুত কার্যকর হতে চলেছে। ইংল্যান্ড সিরিজ থেকে শুরু শ্রীলঙ্কা সিরিজেও খেলেছেন। দলের বন্ধন জোরালো। মাঠে এই কেমিস্ট্রি সবসময়েই চোখে পড়ে। এটা সবসময়েই দারুণ।

চাহাল বলেছেন, 'টেস্ট ক্রিকেট সকলের স্বপ্ন, গত মরশুমে ৭ টি রনজি ট্রফি ম্যাচ খেলেছি, কিন্তু এর আগে আমি একটা বা দুটি ম্যাচ খেলেছি। যখন গতবছর খেলেছিলাম তখন ভালোই খেলেছিলাম। যার থেকে আমি আত্মবিশ্বাস পেয়েছিলাম। আমি একটা সিরিজ নিয়ে একটা সময়ে ভাবি। এখনই দক্ষিণ আফ্রিকা নিয়ে ভাবতে শুরু করিনি। আমার পরের ফোকাস টি-টোয়েন্টি সিরিজ। '

English summary
Chahal do not like to compare himself and Kuldeep with Ashwin and Jadeja 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X