For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের জন্য দেশে ফিরছেন বিদেশি খেলোয়াড়েরা, চ্যালেঞ্জের মুখে আইপিএল

শিয়রে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকটি বড় দেশ ইতিমধ্যেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এবার প্রস্তুতির পালা।

  • |
Google Oneindia Bengali News

শিয়রে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সবকটি বড় দেশ ইতিমধ্যেই তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এবার প্রস্তুতির পালা। সেই প্রস্তুতি শিবিরে যোগ দিতেই নিজ নিজ দেশে ফিরছেন আইপিএলে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়েরা।

আর তাতেই কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে আইপিএলের দলগুলি। তাদের মন যেতে নাহি দিব বললেও, ছাড়তে তো হবেই। চুক্তি বড় দায়। তাছাড়া দল আগে না দেশ বিতর্কের নিষ্পত্তি ঘটানো ততটাই কঠিন, যতটা ইংলিশ চ্যানেলে সাঁতার কাটা। তবু মন শক্ত করেই নিজ-ভূমমুখী বিদেশি খেলোয়াড়দের পরিবর্ত খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করেছে আইপিএলের দলগুলি। শেষ বেলার তীরে এসে তরীডুবি আটকাতে তৈরি হচ্ছে নতুন পরিকল্পনা। সবচেয়ে বেশি সমস্যায় পড়া রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ক্লাব কর্তারা।

এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দলে থেকে কোন বিদেশি খেলোয়াড় বিশ্বকাপের প্রস্তুতির জন্য তাঁদের দেশে ফিরছেন -

রাজস্থান রয়্যালস :

রাজস্থান রয়্যালস :

আইপিএলের পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা মরু রাজ্যের দল এমনিতেই সমালোচকদের সমালোচনায় বিদ্ধ। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে তিন ম্যাচ বাকি থাকতেই, বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ইংল্যান্ডে ফিরছেন রাজস্থান রয়্যালসের অন্যতম ত্রয়ী জোস বাটলার, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। ৩০ এপ্রিলের পর বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে অস্ট্রেলিয়ায় ফিরছেন রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথও।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলের পয়েন্ট তালিকায় চার নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের ইনফর্ম ওপেনার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য নিজ নিজ দেশে ফিরলে, সেই শূণ্যস্থান পূরণ করবেন কে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :

আইপিএলে বাকি থাকা তিনটি ম্যাচে সুপার এফেকটিভ ইংল্যান্ডের মইন আলির অভাব বোধ করবে, পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চোটের জন্য ইতিমধ্যেই দল থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস ব্যাটারি ডেল স্টেইন।

মুম্বই ইন্ডিয়ান্স :

মুম্বই ইন্ডিয়ান্স :

আইপিএলের শেষ লগ্নে টুর্নামেন্টে সাড়া জাগানো ওয়েস্ট ইন্ডিয়ান আলজাররি জোসেফ, শ্রীলঙ্কার অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার জেসন ব্রেনডর্ফ এবং দক্ষিণ আফ্রিকার কুইটন ডি কককে ছাড়া সমস্যায় পড়তে পারে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

চেন্নাই সুপার কিংস :

চেন্নাই সুপার কিংস :

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে নিজেদের দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসি, স্পিনার ইমরান তাহির।

কলকাতা নাইট রাইডার্স :

কলকাতা নাইট রাইডার্স :

পর পর ছয় ম্যাচ হেরে ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্সের মূল আকর্ষণ জামাইকান টর্নেডো আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরলে কেকেআরের যে সমস্যা বাড়বে, তা বলাই বাহুল্য। রাসেলের পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজে ফিরে যাচ্ছেন কেকেআরের আরো এক প্রথম একাদশের খেলোয়াড় কার্লোস ব্রেথওয়েট।

কিংস ইলেভেন পাঞ্জাব :

কিংস ইলেভেন পাঞ্জাব :

এখন যা পরিস্থিতি, তাতে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষ্যে দেশে ফিরলে সমস্যা বাড়তে পারে কিংস ইলেভেন পাঞ্জাবের।

দিল্লি ক্যাপিটলস :

দিল্লি ক্যাপিটলস :

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা বিশ্বকাপের জন্য দেশে ফিরে গেলে দিল্লি ক্যাপিটলসের বোলিং বিভাগ কিছুটা কমজোরি হবে, তাতে সন্দেহ নেই।

English summary
Challenge awaits for IPL teams as foreign stars moving back for World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X