For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৯ বল ১০ উইকেট! লেজেন্ড অনিল কুম্বলেকে মনে করালেন ভারতীয় ক্রিকেটার

২৯ বল ১০ উইকেট! লেজেন্ড অনিল কুম্বলে ছুঁলেন এই ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

একদিকে ভারতের মহিলা ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত, ঠিক তখন দেশের মাটিতে সীমিত ওভারের ম্যাচে দশ উইকেট নিয়ে দেশের লেজেন্ড অনিল কুম্বলকে মনে করালেন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কাশভি গৌতম। ব্যাট হাতেও দলকে ভরসা জোগান তিনি। কাশভির এই পারফরম্যান্স আলোড়ন ফেলে দিয়েছে দেশের ক্রিকেট মহলে।

২৯ বলে ১০

২৯ বলে ১০

অরুণাচল প্রদেশের কেএসআরএম কলেজ মাঠে ওয়ান ডে ম্যাচে স্থানীয় দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল চণ্ডীগড়ের অনূর্ধ্ব ১৯ দল। আগে ব্যাট করে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে চণ্ডীগড়। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ বলে ৪৯ রান করেন অধিনায়ক কাশভি গৌতম। তারপর বল হাতেও ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ম্যাচে মাত্র ২৯টি বল করেন কাশভি। অরুণাচলের ১০ জন ব্যাটসম্যানকে তিনি একাই আউট করেন। ২৯-র মধ্যে ছটি বলে তিনি কোনও রান দেননি। কাশভির দাপটে মাত্র ২৫ রানে অল আউট হয়ে যায় অরুণাচল।

তিন ম্যাচে ১৮ উইকেট

তিন ম্যাচে ১৮ উইকেট

দুর্দান্ত ছন্দে থাকা চণ্ডীগড়ের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক কাশভি গৌতম, টুর্নামেন্টে তিন ম্য়াচ খেলে ১৮ উইকেট নিয়ে ফেলেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পদুচেরির বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে কাশভির দল।

কুম্বলের নজির

কুম্বলের নজির

১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে দশ উইকেট নিয়ে নজির তৈরি করেছিলেন ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলে। সেই ম্যাচ জিতেওছিল ভারত। সেদিন মাত্র ৭৪ রান দিয়ে পাকিস্তানের দশ জন ব্যাটসম্য়ানকে আউট করেছিলেন।

কুম্বলে একা নন

কুম্বলে একা নন

যদিও টেস্টের এক ইনিংসে দশ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার অনিল কুম্বলে নন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচে বিশ্বে প্রথম এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার। সীমিত ওভারের ক্রিকেটের ম্যাচে ১০ উইকেট নিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন নেপালের ফাস্ট বোলার মাহাবুব আলম। ১২ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।

English summary
Chandigarh women's cricket team captain calims all 10 wickets in one innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X