For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন চন্দ্রযান ২ নিয়ে কী বললেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী, সেহওয়াগ-গম্ভীররা

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী টুইট করে লেখেন, 'ইসরোর বিজ্ঞানীরা ভারতীয়দের স্বপ্ন দেখাতে শিখিয়েছে। ছোটরা এই মহাকাশ অভিযান থেকে অনেক অনুপ্রেরণা পাবে।'

  • |
Google Oneindia Bengali News

ইতিহাস তৈরি থেকে কয়েক কিলোমিটার দূরে চন্দ্রযান ২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইসরো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পৃথিবীর সঙ্গে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের যোগাযোগ হারিয়ে যায়। চন্দ্রপৃষ্ঠ থেকে ২ .১ কিলোমিটার দূরত্বে শেষবার চন্দ্রযান ২ থেকে বেঙ্গালুরুর ইসরোর গ্রাউন্ড স্টেশনে সংকেত পাওয়া গিয়েছিল। তবে এখনই এই মিশন ব্যর্থ বলা চলে না। কক্ষপথে সফল ভাবে ঘুরে চলেছে চন্দ্রযান ২।

চাঁদ ছোঁয়ার আগে ল্যান্ডার বিক্রম নিঁখোজ হলেও বিজ্ঞানীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, 'দেশ আজ তাঁদের বিজ্ঞানীদের জন্য গর্বিত। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু হয় না। বিজ্ঞানীদের পরিশ্রমকে আমরা স্যালুট করি। দেশবাসী আজ চন্দ্রযান ২ মিশন নিয়ে উত্তেজিত। ইসরোর গবেষক বিজ্ঞানীদের কুর্নিশ। '

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">We are proud of you <a href="https://twitter.com/isro?ref_src=twsrc%5Etfw" rel="nofollow" rel="nofollow">@isro</a> and everyone associated with this mission. The best is yet to come 🇮🇳 <a href="https://twitter.com/hashtag/Chandrayaan2?src=hash&ref_src=twsrc%5Etfw" rel="nofollow">#Chandrayaan2</a></p>— Anil Kumble (@anilkumble1074) <a href="https://twitter.com/anilkumble1074/status/1170222931193909248?ref_src=twsrc%5Etfw">September 7, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রবি শাস্ত্রী কী বললেন

শুধু প্রধানমন্ত্রীই নন, ক্রিকেটমহল থেকে সেলিব্রিটিমহল আজ ইসরোর বিজ্ঞানীকে পরিশ্রমকে সম্মান জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী টুইট করে লেখেন, 'ইসরোর বিজ্ঞানীরা ভারতীয়দের স্বপ্ন দেখাতে শিখিয়েছে। তাঁদের প্রতি মুহূর্তের পরিশ্রমকে দেশবাসী সম্মান করে। চন্দ্রযান ২ ভারতীয় মহাকাশ গবেষণাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ছোটরা এই মহাকাশ অভিযান থেকে অনেক অনুপ্রেরণা পাবে।'

গৌতম গম্ভীরের মন্তব্য

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ভারতীয় বিজ্ঞানীরা ভেঙে পড়েছেন। যা দেখে চোখে জল গোটা ভারতবাসীর। সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপজয়ী গৌতম গম্ভীর লিখছেন, 'এই অভিযান আমাদের কাছে অনুপ্রেরণা। ইসরোর বিজ্ঞানীরা ব্যর্থ হননি। এখান থেকেই নতুন পথ চলা শুরু। নতুন স্বপ্ন দেখা শুরু।'

হর্ষ ভোগলে কী বললেন

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটে লিখেছেন, 'মহাকাশ গবেষণায় বিশ্ব মানচিত্রে আজ আমরা উপরের সারিতে উঠছি। ইসরোর মহাকাশ বিজ্ঞানী গবেষকদের পরিশ্রম ব্যর্থ হতে পারে না। আমাদের বিজ্ঞানীদের নিয়ে আমরা গর্বিত।'

সেহওয়াগ যা বললেন

হিন্দিতে সেহওয়াগ লিখেছেন, 'মিশন সফল হয়নি তো, কী হয়েছে! আমরা এখনও স্বপ্ন দেখি।ইসরোর মতো প্রতিষ্ঠানের কাছে বাধাও লজ্জা পায়। আমরা ঠিক সফল হবই।'

English summary
chandrayaan-2-ravi-shastri-says-chandrayaan-2-will-inspire-millions-of-indian-kids
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X