For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াটসনের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থানের সামনে বড় লক্ষ্য রাখল চেন্নাই

কেবারী ইস্যুতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশানের মাঠে সরাতে হয়েছে হোম গ্রাউন্ড।

  • By Koushik Chakaraborty
  • |
Google Oneindia Bengali News

কেবারী ইস্যুতে চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম থেকে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশানের মাঠে সরাতে হয়েছে হোম গ্রাউন্ড। চেন্নাই ছাড়তে হলেও নতুন ডেরাতেও চেন্নাই সুপার কিংস যে সমান সাবলীল তা দেখিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির দল।

ওয়াটসনের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থানের সামনে বড় লক্ষ্য রাখল চেন্নাই

গত মরসুম পর্যন্ত এই মাঠই ধোনির ডেরা। পুনে সুপার জায়েন্টের হয়ে এই মাঠেই গত মরসুমে খেলেছিলেন মাহি। ফলে পুরনো ডেরায় ফিরে শুধু মাহি-ই নয়, মাহির চেন্নাইকেও দুরন্ত দেখাল। রাজস্থান রয়্যাল্সের বিরুদ্ধে হোম ম্যাচে প্রথমে

শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানে।
কিন্তু রাহানের এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে আসে তাঁর কাছে। এ দিনের ম্যাচে রাজস্থানের দলে জয়দেব উনাদকাট, কৃষ্ণাপ্পা গৌতমের মতো বোলার থাকলেও প্রত্যয়েকেই চরম ব্যর্থ হন। আর এরই সুযোগে ৫৭ বলে ১০৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে চেন্নাইকে নির্ধারিত ২০ ওভারে ২০৪ রানে পৌঁছে দেন শেন ওয়াটশন।

শুধু ওয়াটসনই নন, এ দিন রানে ফেরেন সুরেশ রায়নাও। ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। রায়না-ওয়াটশন রান পেলেও রান পাননি মহেন্দ্র সিং ধোনি(৫) এবং স্যাম বিলিংস(৩)।

অন্য দিকে, রাজস্থানের হয়ে এক মাত্র ভাল বল করেন শ্রেয়াস গোপাল। ৪ ওভারে ২০ রান খরচ করে তিন উইকেট নেন শ্রেয়াস।
শ্রেয়াস ছাড়া দু'টি উইকেট পান বেনলাফলিং। এ ছাড়া কোনও বোলারই এ দিন আর প্রতিরোধ গোড়ে তুলতে পারেননি চেন্নাইয়ের সামনে। ২ ওভারে ৩৩ রান খরচ করেন স্টুয়ার্ট বিনি, ৩ ওভারে ৩৫ রান খরচ করেন কৃষ্ণাপ্পা গৌতম, ৪ ওভারে ৩৯ রান খরচ করেন জয়দেব উনাদকাট

English summary
Chennai Super Kings set a huge target for Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X